অন্যরকম ফিফটিতে মিলারের বিশ্বরেকর্ড

মোহালিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে লং অন বাউন্ডারিতে দাঁড়িয়ে শিখর ধাওয়ানের অবিশ্বাস্য এক ক্যাচ ধরেছিলেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলার। সে ক্যাচের পর সকলের প্রশংসায় ভেসেছেন মিলার। এবার ক্যাচ ধরার মাধ্যমেই এক বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

দ্বিতীয় ম্যাচের মতো ব্যাঙ্গালুরুতে সিরিজের শেষ ম্যাচেও ১টি ক্যাচই ধরেছেন মিলার। ভারতের ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে লং অনে দাঁড়িয়ে লুফে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়ার ক্যাচ। এ ক্যাচের মাধ্যমেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যাচের ফিফটি পূরণ করেছেন ৩০ বছর বয়সী মিলার।

এখনও পর্যন্ত ৭২ ম্যাচ খেলে টি-টোয়েন্টিতে তার ক্যাচের সংখ্যা ঠিক ৫০। যা কি-না আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড। তবে এ রেকর্ডে তার সঙ্গে রয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিকও। বিশ্বের প্রথম ফিল্ডার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মালিকই গড়েছিলেন ক্যাচের ফিফটির রেকর্ড।

তবে ফিফটিতে পৌঁছানো দ্বিতীয় ফিল্ডার হলেও, মিলারের সামনে অবারিত সুযোগ মালিককে ছাড়িয়ে যাওয়ার। কেননা এরই মধ্যে অবসর নিয়েছেন মালিক, তবে ক্যারিয়ারে আরও ম্যাচ খেলবেন মিলার। এছাড়া ক্যাচের ফিফটি করতে মালিক খেলেছেন ১১১টি ম্যাচ। তার চেয়ে ৩৯ ম্যাচ কম খেলেই এ মাইলফলকে পৌঁছেছেন মিলার।

শুধু ক্যারিয়ারে সর্বোচ্চ ক্যাচের রেকর্ডেই নয়, এক টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ ক্যাচের রেকর্ডেও এক নম্বরে রয়েছেন মিলার। চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে ৪টি ক্যাচ ধরেছিলেন তিনি, যা কি-না এ ফরম্যাটে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচের বিশ্বরেকর্ড।

মিলার ছাড়াও এক ম্যাচে ৪ ক্যাচ ধরার রেকর্ডে আছেন ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ), পিটার বোরেন (নেদারল্যান্ডস), কোরি এন্ডারসন (নিউজিল্যান্ড), দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), অজিঙ্কা রাহানে (ভারত), বাবর হায়াত (হংকং), জন্টি জেনার (জার্সি), লেগা সিয়াকা (পাপুয়া নিউগিনি) এবং ক্যালাম ম্যাকলয়েড (স্কটল্যান্ড)।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড

১. ডেভিড মিলার – ৭২ ম্যাচে ৫০ ক্যাচ
২. শোয়েব মালিক – ১১১ ম্যাচে ৫০ ক্যাচ
৩. এবি ডি ভিলিয়ার্স – ৭৮ ম্যাচে ৪৪ ক্যাচ
৪. রস টেলর – ৯০ ম্যাচে ৪৪ ক্যাচ
৫. সুরেশ রায়না – ৭৮ ম্যাচে ৪২ ক্যাচ

এসএইচ-১০/২৩/১৯ (স্পোর্টস ডেস্ক)