শাস্তির মুখে শেন ওয়ার্ন

বেপরোয়া গাড়ি চালিয়ে গত দুই বছরের মধ্যে ষষ্ঠবার নিয়মভঙ্গ। আর এই অপরাধে সোমবার এক বছরের জন্য গাড়ি চালানোর উপরে নিষেধাজ্ঞা জারি হলো শেন ওয়ার্নের উপরে।

অসি কিংবদন্তী লেগ স্পিনার গত বছর লন্ডনে ভাড়া করা জাগুয়ারে ঘণ্টায় সর্বাধিক ৪০ মাইল (ঘণ্টায় ৬৪ কি.মি.) গতিতে গাড়ি চালানোর নিয়ম ভাঙার কথা স্বীকারও করে নিয়েছেন আদালতে।

গত বছরের ২৩ আগস্ট ঘণ্টায় ৪৭ কি.মি. গতিতে গাড়ি চালিয়েছিলেন তিনি। শুনানির সময় ৫০ বছর বয়সী ওয়ার্ন অবশ্য আদালতে ছিলেন না।

শুধু গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা নয়, তার ৩০০০ ডলার জরিমানাও হয়েছে। রায় শুনিয়ে ডেপুটি ডিস্ট্রিক্ট জজ অ্যাড্রিয়ান টার্নার বলেছেন, সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভাবা ও ভয় দেখিয়ে ওয়ার্নকে নিবৃত্ত করার জন্য শাস্তি দেয়া হয়েছে।

২০১৬ সালের এপ্রিল থেকে গত বছরের আগস্ট পর্যন্ত ছয়বার বেপরোয়া গাড়ি চালিয়ে নিয়ম ভেঙেছেন ওয়ার্ন। যদিও এর কোনওটাই মারাত্মক কিছু নয়। কিন্তু সেগুলো তুচ্ছ কিনা তা মাথায় রাখা হয়নি। ওয়ার্ন যাতে এমন আর না করেন তার জন্যই শাস্তির প্রয়োজন ছিল।

এসএইচ-১১/২৪/১৯ (স্পোর্টস ডেস্ক)