অবশেষে পাকিস্তান গেল শ্রীলঙ্কা

বছর দশেক আগে পাকিস্তানে ক্রিকেট খেলতে গিয়ে প্রাণ হারাতে বসেছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্তত সাতজন ক্রিকেটার। গুরুতর আহত হয়েছিলেন তখনকার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে, সহ-অধিনায়ক কুমার সাঙ্গাকারা, চামিন্দা ভাস, অজান্তা মেন্ডিস, থিলান সামারাবিরা, থারাঙ্গা পারানাভিতানা ও সুরাঙ্গা লাকমল।

সেই ঘটনার পর থেকে প্রায় ছয় বছরের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট হয়নি পাকিস্তানে। বারবার নিজেদের নিরাপত্তার ব্যাপারে সবাইকে আশ্বাস দিয়েও সেখানে খেলতে নিতে পারেনি দেশটির ক্রিকেট বোর্ড। ২০১৫ সালে জিম্বাবুয়ে ক্রিকেট দলের সফরের মাধ্যমে পুনরায় পাকিস্তানে ফিরেছিল আন্তর্জাতিক ক্রিকেট।

গত চার বছরে বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে পাকিস্তান। তবে কোনো দেশ এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ সফরে যায়নি সে দেশে। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার যে বিরতিটা, তা কাটাতে সামনে এগিয়ে এসেছে লাহোরে হামলার শিকার হওয়া শ্রীলঙ্কাই।

দলের শীর্ষস্থানীয় খেলোয়াড়রা পাকিস্তানে যেতে আপত্তি জানালেও নতুন দুই অধিনায়ক ঘোষণা করে পাকিস্তান সফরের প্রস্তুতি নিতে শুরু করে শ্রীলঙ্কা। ঘরের মাঠে প্রস্তুতি শেষ করে মঙ্গলবার পাকিস্তানের উদ্দেশে পাড়ি দেয় লঙ্কান ক্রিকেট দল।

তবে দেশ ছাড়ার আগে শ্রীলঙ্কা ক্রিকেটের হেড কোয়ার্টার্সে উপস্থিত হয়ে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে প্রার্থনা করে নিয়েছে পুরো দল। ক্রিকেট বোর্ডে ধর্মীয় গুরুর উপস্থিতিতে পাকিস্তান সফরে নিজেদের হেফাজতের জন্য প্রার্থনা করেছেন দলের সদস্যরা। এসময় বোর্ডের কর্তাব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

পাকিস্তান ও শ্রীলঙ্কার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হবে ২৭ সেপ্টেম্বর করাচিতে। পরের দুই ওয়ানডে ২৯ সেপ্টেম্বর এবং ৩ অক্টোবর। সেখান থেকে লাহোরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলে যাবে দুই দল। যে সিরিজ শেষ হবে ৯ অক্টোবর।

পাকিস্তান সফরে শ্রীলঙ্কার ওয়ানডে দল

লাহিরু থিরিমান্নে (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, আভিষ্কা ফার্নান্ডো, ওশাদা ফার্নান্ডো, শেহান জয়াসুরিয়া, দাসুন শানাকা, মিনোদ ভানুকা, অ্যাঞ্জেলো পেরেরা, ওয়ানিন্দু হাসারাঙ্কা, লক্ষ্মণ সান্দাকান, নুয়ান প্রদীপ, ইসুরু উদানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।

পাকিস্তান সফরে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল

দাসুন শানাকা (অধিনায়ক), দানুষ্কা গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, আভিষ্কা ফার্নান্ডো, ওশাদা ফার্নান্ডো, শেহান জয়াসুরিয়া, অ্যাঞ্জেলো পেরেরা, ভানুকা রাজাপাকসে, মিনোদ ভানুকা, লাহিরু মধুশঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্কা, লক্ষ্মণ সান্দাকান, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।

এসএইচ-১৩/২৪/১৯ (স্পোর্টস ডেস্ক)