শচীন-কোহলির চেয়ে এগিয়ে ধোনি

তার অবসর নিয়ে জল্পনা চলছে। কিন্তু ভক্তদের মধ্যে ধোনিকে নিয়ে উৎসাহ কমার কোনও লক্ষণ নেই। তার জ্বলন্ত উদাহরণ মিলল একটি সমীক্ষায়।

যেখানে সবচেয়ে প্রশংসিত ব্যক্তির তালিকায় ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন মহেন্দ্র সিং ধোনি। শীর্ষে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সারা বিশ্বের ৪২০০০ মানুষের উপর সমীক্ষা করেছিল ইউগ্লোভ। যেখানে দেখা গেছে, শীর্ষে আছেন মোদি। তিনি পেয়েছেন ১৫.‌৬৬ শতাংশ ভোট। আর দুইয়ে থাকা ধোনি পেয়েছেন ৮.‌৫৮ শতাংশ ভোট।

তিনে আছেন রতন টাটা। তিনি পেয়েছেন ৮.‌০২ শতাংশ ভোট। অমিতাভ বচ্চন আছেন ছয় নম্বরে। তিনি পেয়েছেন ৬.‌৫৫ শতাংশ ভোট।

সাত ও আট নম্বরে আছেন যথাক্রমে শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি। শচীন পেয়েছেন ৫.‌৮১ শতাংশ ভোট। আর ভারত অধিনায়ক বিরাট কোহলি পেয়েছেন ৪.‌৪৬ শতাংশ ভোট। শাহরুখ খান পেয়েছেন ৩.‌৬৩ শতাংশ ভোট।

নারীদের মধ্যে ভারতীয়দের মধ্যে শীর্ষে আছেন পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন মহিলা বক্সার মেরি কম। দ্বিতীয় স্থানে কিরণ বেদি। তারপরেই আছেন লতা মঙ্গেশকার। দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রায় বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া আছেন অনেক পিছনে।

এসএইচ-১৭/২৭/১৯ (স্পোর্টস ডেস্ক)