আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সারাহ টেইলর

ইংল্যান্ড নারী ক্রিকেটদলের উইকেটকিপার ব্যাটসম্যান সারাহ টেইলর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। বিদায়বার্তায় তিনি লিখেছেন, ইংল্যান্ডের জন্য খেলা এবং জার্সি পরা দীর্ঘদিনের স্বপ্ন ছিল যা সত্যি হয়। ক্যারিয়ারে দারুণ কিছু মুহূর্তের জন্য আমি গর্বিত।

‘জানি এ সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন ছিল, কিন্তু এটাই সঠিক আমার ও আমার স্বাস্থ্যের জন্য।

আমার এ দীর্ঘ যাত্রায় অতীত ও বর্তমান টিমমেটদের যথেষ্ট ধন্যবাদ দিতে চাই না এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, সমর্থক, বন্ধুদেরও।’

সারাহ আরও বলেন, ২০০৬ সালে আমার অভিষেক, অ্যাশেজ জয়, লর্ডসে বিশ্বকাপ ফাইনাল স্মরণীয়। আমি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ এবং বন্ধু পেয়ে সত্যি গর্বিত।

বিশ্বব্যাপী নারী ক্রিকেটাররা এগিয়ে যাচ্ছে- শুধু ইংল্যান্ড নয়, সারা বিশ্বে। এটা দারুণ একটি অভিজ্ঞতা। আমি সত্যি আমার ক্যারিয়ার নিয়ে গর্বিত।

৩০ বছর বয়সী টেইলর ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১০টি টেস্ট, ১২৬টি ওয়ানডে ও ৯০টি টি-টোয়েন্টি ম্যাচ।

এসএইচ-১০/২৮/১৯ (স্পোর্টস ডেস্ক)