বাংলাদেশ দলের ব্র্যান্ড বলা হয় সাকিব আল হাসান। দেশের উজ্জল এক নক্ষত্র তিনি। শুধু তাই নয় ক্রিকেট বিশ্বেও টি-টোয়েন্টির এই ফেরিওয়ালা। সারা বিশ্বে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলে বেড়ান বাংলাদেশ দলের এই টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক।
সাকিবের স্বভাবসুলভ ভঙ্গিতে অনেক সময় মাঠে কিংবা মাঠের ভাইরে অনেকে মনে কষ্ট পেয়েছে। কিংবা মাঠের মধ্য আম্পায়ার এর সঙ্গে নানা কারনে দ্বন্দে জড়িয়ে অনেক সময় খবরের শিরোনাম হয়েছিলেন তিনি।
তবে বর্তমান সময়ে তার মধ্যে এসবে অনেক পরিবর্তন এসেছে বলে মনে করেন সাকিব। আগের চেয়ে নিজের রাগটাও নিয়ন্ত্রণে এসেছ তার।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ কর্তৃক ইউনিসেফের আয়োজিত সভা এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ার আগে এক প্রতিবেদকের সঙ্গে সাক্ষাৎকারে এমনটা নিজেই জানান সাকিব।
তার জীবনে হজ্জ কোন পরিবর্তন এনেছে কি না? এর জবাবে সাকিব বলেন, ‘অবশ্যই আছে অনেক বড় ইম্পেক্ট আছে, আমার লাইফের অনেক পরিবর্তন আসছে বলে আমি মনে করি, আগে যেমন সবসময় মাথা গরম থাকতো, এখন এগুলা অনেক ঠান্ডা।
অনেক পরিবর্তন আসছে। সেটা আসলে বলে বুঝানোর মতো না। কিন্তু আমি অনুভব করতে পারি কত পরিবর্তন আসছে আমার ভেতরে।’
এসএইচ-১৬/২৮/১৯ (স্পোর্টস ডেস্ক)