ব্র্যাডম্যানকে পেছনে ফেললেন কোহলি

ম্যাচ শুরুর আগেই একটা সম্ভাবনা ছিলো বিশ্বের ৪৯তম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে সাত হাজারি ক্লাবে ঢুকে যাওয়ার। একইসঙ্গে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় স্যার ডন ব্র্যাডম্যানকে পেছনে ফেলার সুযোগও ছিলো বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সামনে।

আর দুই মাইলফলক অর্জন করতে ম্যাচের এক ইনিংসই যথেষ্ঠ প্রমাণ করেছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি পুনে টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারের সপ্তম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় অধিনায়ক। ভেঙেছেন স্যার ডনের একাধিক রেকর্ড।

এই ডাবল সেঞ্চুরির মাধ্যমে বিশ্বের ৪৯তম ক্রিকেটার হিসেবে প্রবেশ করেছেন সাত হাজার রানের ক্লাবে, পেছনে ফেলেছেন স্যার ডন ব্র্যাডম্যানকে। খেলোয়াড়ি জীবনে ৫২ ম্যাচের ৮০ ইনিংস ব্যাট করে ৬৯৯৬ রান করেছিলেন ব্র্যাডম্যান। তাকে পেছনে ফেলতে কোহলির খেলতে হয়েছে ৮১ ম্যাচের ১৩৮টি ইনিংস।

এদিকে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির রেকর্ড আগেই নিজের করে নিয়েছিলেন কোহলি। এবার সেটিকে বাড়িয়ে ক্যারিয়ার ও অধিনায়ক হিসেবে নিজের সপ্তম দ্বিশতক হাঁকালেন ভারতের অধিনায়ক। ১৭৩ বলে প্রথম সেঞ্চুরি করার পর দ্বিতীয় সেঞ্চুরিতে যেতে কোহলি খেলেছেন ২৯৭ বল।

স্যার ডনের ৬৯৯৬ রান পেছনে ফেলে ৪৯তম ব্যাটসম্যান হিসেবে সাত হাজারি ক্লাবে নাম লেখানোর পথে কোহলি ভেঙেছেন, অধিনায়ক হিসেবে ডনেরই করা ৮টি ১৫০+ রানের ইনিংস খেলার রেকর্ডও। আজকের ডাবল সেঞ্চুরিটি অধিনায়ক হিসেবে তার ক্যারিয়ারের নবম ১৫০+ রানের ইনিংস।

টেস্ট ক্রিকেটে সাত হাজারি ক্লাবে যৌথভাবে চতুর্থ দ্রুততম ক্রিকেটার কোহলি। সবচেয়ে কম ১৩১ ইনিংসে ৭০০০ রান করেছিলেন স্যার ওয়ালি হ্যামন্ড। এরপর রয়েছেন ভারতেরই দুই ক্রিকেটার ভিরেন্দর শেবাগ (১৩৪ ইনিংস) ও শচিন টেন্ডুলকার (১৩৬ ইনিংস)। কোহলির সমান ১৩৮ ইনিংসে সাত হাজারি ক্লাবে নাম লিখিয়েছিলেন স্যার গ্যারি সোবার্স ও কুমার সাঙ্গাকার।

পুনে টেস্টে ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি হাঁকালেও, অধিনায়ক হিসেবে কোহলির এটি ১৯তম সেঞ্চুরি। এ তালিকায় সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক কিংবদন্তি রিকি পন্টিংয়ের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে ২৫টি সেঞ্চুরি করেছেন গ্রায়েম স্মিথ।

এছাড়াও টেস্ট ক্রিকেটে ২৬তম সেঞ্চুরিতে চতুর্থ দ্রুততম ক্রিকেটার কোহলি। সবচেয়ে কম ৬৯ ইনিংসে ২৬তম সেঞ্চুরি করেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। কোহলির লেগেছে ১৩৮ ইনিংস। মাঝে রয়েছেন স্টিভেন স্মিথ (১২১ ইনিংস) ও শচিন টেন্ডুলকার (১৩৬ ইনিংস)।

এসএইচ-০৩/১১/১৯ (স্পোর্টস ডেস্ক)