ব্যাট দিয়ে বলে দুবার আঘাত করলে শাস্তি

একজন ব্যাটসম্যান নানাভাবে আউট হতে পারেন। ক্রিকেট আইনে আউটের মোট সংখ্যা ১১টি। তন্মধ্যে অন্যতম হিট দ্য বল টোয়াইস আউট।

যদি কোনো ব্যাটসম্যান একাধিকবার শরীর বা ব্যাট দিয়ে বলকে আঘাত করেন, তা হলে তিনি হিট দ্য বল টোয়াইস আউট বলে বিবেচিত হবেন।

ক্রিকেট আইন অনুযায়ী, বোলার বল করার পর কেবল সেটিকে একবারই ব্যাট দিয়ে হিট করতে পারবেন ব্যাটসম্যান। প্রয়োজনে শরীরের নানা অঙ্গপ্রতঙ্গ দিয়ে তা প্রতিরোধ করতে পারবেন। তবে দুইবার বা ততোধিক হিট করা যাবে না। শরীর দিয়ে প্রতিরোধও করা যাবে না।

যদি কেউ করেন তা হলে প্রথম শটটিকে প্রকৃত খেলার জন্য এবং দ্বিতীয় শট তথা পরেরগুলোকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলের গতিপথ পরিবর্তনের জন্য করা হয়েছে বলে বিবেচিত হবে।

আন্তর্জাতিক ক্রিকেট এখন পর্যন্ত এ আউটের সাক্ষী হতে পারেনি। তবে পাড়া-মহল্লার ক্রিকেটে এ ধরনের ঘটনা হরহামেশা ঘটে। অবশ্য তা নিছক মজার ছলে।

এসএইচ-১৬/১২/১৯ (স্পোর্টস ডেস্ক)