শচিনের ৩০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিল ১৫ বছরের বালিকা

ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের ৩০ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙে গেল শনিবার। রেকর্ডটা ভেঙে দিলেন ১৫ বছর বয়সী বালিকা শেফালি ভার্মা।

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে হাফসেঞ্চুরির রেকর্ডটি এতদিন দখলে ছিল শচিনের। ১৬ বছর ২১৪ দিন বয়সে টেস্ট হাফসেঞ্চুরি করেছিলেন লিটল মাস্টার।

শেফালি শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত এক হাফসেঞ্চুরিতে পেছনে ফেলেছেন শচিনকে। ৪৯ বলে ৭৩ রানের এক ইনিংস খেলেন তিনি, মাত্র ১৫ বছর ২৮৫ দিন বয়সে।

এটি ছিল শেফালির ক্যারিয়ারের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ। ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবীয় বোলারদের তুলোধনো করে ৬ চার আর ৪ ছক্কায় ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি তুলে নেন তিনি।

শেফালির মারকুটে এই ইনিংসে ভর করে ভারতের নারী দল ম্যাচটাও জিতেছে হেসেখেলে, ৮৪ রানের বড় ব্যবধানে তারা হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে।

এসএইচ-১৮/১০/১৯ (স্পোর্টস ডেস্ক)