সৌরভের মেয়াদ বাড়ছে

১০ মাস নয় তিন বছর বিসিসিআইয়ের প্রেসিডেন্ট চেয়ারে দেখা যেতে পারে সৌরভ গাঙ্গুলিকে।

১ ডিসেম্বর মুম্বাইতে বিসিসিআই-এর সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানেই ঠিক হবে বোর্ড সভাপতি পদে থাকা সৌরভের ভবিষ্যৎ।

বিসিসিআই সূত্রের খবর, সৌরভকে বোর্ড প্রেসিডেন্ট ও জয় শাহকে সচিব পদে বহাল রাখার জন্য বোর্ড এর সংবিধান সংশোধন করা হতে পারে।

এক সময় ম্যাচ ফিক্সিং, বেটিংসহ একাধিক ইস্যুতে জর্জরিত বিসিসিআইতে স্বচ্ছতা আনতে নতুন সংবিধান রচনা করেছিল সুপ্রিম কোর্ট নিযুক্ত বিচারপতি আর এম লোধা নেতৃত্বাধীন কমিটি। এবার সেই সংবিধান কীভাবে সংশোধন করা যায় তা নিয়ে আলোচনা হতে পারে।

তবে আগের সংবিধানের নিয়ম অনুযায়ী, বোর্ড ও রাজ্য ক্রিকেট সংস্থার কোনো পদাধিকারী টানা দু’বার একই পদে থাকলে পরের দফায় তিনি আর বিসিসিআইর কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

সেই নিয়ম অনুযায়ী, বোর্ড সভাপতি পদে আর ১০ মাস সময় থাকার কথা ছিল সৌরভের।

এসএইচ-০৯/১১/১৯ (স্পোর্টস ডেস্ক)