পিএসএলে ডায়মন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের চার ক্রিকেটার

আগামী বছরের ৭ মার্চ মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পঞ্চম আসর। এই আসরের জন্য আগামী ৬ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফটে।

এই ড্রাফটকে সামনে রেখে পাঁচটি গ্যাটাগরিতে ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। আর এতে জায়গা পেয়েছেন বাংলাদেশি চার ক্রিকেটার। তবে সবাই আছেন ডায়মন্ড ক্যাটাগরিতে।

ড্রাফটে জায়গা পাওয়া বাংলাদেশের চার ক্রিকেটার হলেন- তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ সাইফুদ্দিন।

ড্রাফটে প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার এবং ইমার্জিং নামে পাঁচটি ক্যাটাগরি রাখা হয়েছে। বিদেশি ক্রিকেটাররা রয়েছেন প্লাটিনাম এবং ডায়মন্ড ক্যাটাগরিতে। তবে বাংলাদেশের কারো জায়গা হয়নি প্লাটিনাম ক্যাটাগরিতে।

সবাই আছেন ডায়মন্ড ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্য ৭৩ হাজার ডলার থেকে সর্বোচ্চ ১ লাখ ৩ হাজার ডলার। প্লাটিনামের ক্রিকেটার দাম ১ লাখ ৪৭ হাজার থেকে ২ লাখ ১৮ হাজার ডলার পর্যন্ত।

এসএইচ-১৩/১৫/১৯ (স্পোর্টস ডেস্ক)