লিটন হাসপাতালে, ব্যাটিংয়ে মিরাজ, পারবেন না বল করতে

মাথায় বলের আঘাত লাগায় আম্পায়ারের অনুমতি নিয়ে ক্রিজ ছেড়েছেন লিটন দাস। টেস্টের নতুন নিয়ম অনুযায়ী লিটন ব্যাট করতে না পারলে কনকাশন রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কেউ নামতে পারবেন। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে তিনি করেন ২৪ রান। কনকাশন রিপ্লেসমেন্ট হিসেবে তার জায়গায় মাঠে আসেন মেহেদি হাসান মিরাজ।

শুক্রবার ভারতের কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হয় সিরিজের দ্বিতীয় টেস্ট। ঐতিহাসিক টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলনেতা মুমিনুল হক।

ইনিংসের সপ্তম ওভারে ইশান্ত শর্মার বলে এলবির ফাঁদে পড়েন ইমরুল। প্রথম বলে রিভিউ নিয়ে বেঁচে গেলেও তৃতীয় বলে রিভিউ নিয়ে বাঁচতে পারেননি। দলীয় ১৫ রানের মাথায় বিদায় নেন ইমরুল। তার আগে ১৫ বলে করেন মাত্র ৪ রান। ইন্দোর টেস্টে করেছিলেন ৬, ৬।

তিন নম্বরে নামা মুমিনুল হককে বিদায় করেন উমেশ যাদব। দলীয় ১৭ রানের মাথায় স্লিপে দাঁড়ানো রোহিত শর্মা দুর্দান্ত এক ক্যাচ নেন। এক বল পরে মোহাম্মদ মিঠুনকে বোল্ড করেন উমেশ। দুই ব্যাটসম্যানের কেউই রানের খাতা খুলতে পারেননি।

দলীয় ২৬ রানের মাথায় মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে বিদায় নেন মুশফিকুর রহিম। তিনি শূন্য করে প্যাভিলিয়নে ফিরে গেছেন। কিছুটা দেখে খেলার চেষ্টা করছিলেন ওপেনার সাদমান ইসলাম। কিন্তু দলীয় ৩৮ রানের মাথায় বিদায় নেন তিনি।

উমেশ যাদবের তৃতীয় শিকারে ফেরেন ৫২ বলে ৫ বাউন্ডারিতে ইনিংস সাজানো সাদমান। দলীয় ৬০ রানে ইশান্ত শর্মার বলে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ২১ বলে ৬ রান করা মাহমুদউল্লাহ রিয়াদ।

ইনিংসের ২১তম ওভারে মোহাম্মদ শামির লাফিয়ে ওঠা বাউন্সার গিয়ে লাগে লিটনের হেলমেটে। ব্যাটে-বলে এক করা কঠিন ছিল। দ্রুতগতির বলে লিটন মাথাও সরাতে পারেননি।

আঘাতের পর বাংলাদেশ দলের চিকিৎসক মাঠেই প্রাথমিক চিকিৎসা করছিলেন। ঐ ওভারের পরের বলেই শামিকে চার হাঁকান। পরের ওভারে ইশান্তকেও সীমানা ছাড়া করেন। কিন্তু মাথায় আঘাতের কারণে অস্বস্তিবোধ হচ্ছিল লিটনের। ২২তম ওভারের চতুর্থ বল শেষে তাই আবারও শুশ্রূষার দরকার পড়ে। তখন রিটায়ার্ড হার্ট হয়ে লিটনকে মাঠ ছাড়তে হয়, আম্পায়াররা তখনই প্রথম সেশনের ইতি টেনে লাঞ্চের ঘোষণা দেন।

লাঞ্চের পর ব্যাট হাতে নামেন নাইম হাসান ও এবাদত হোসেন। কারণ লিটনকে তখন নিয়ে যাওয়া হয়েছে স্ক্যান করাতে। শামির বাউন্সারে আঘাত পাওয়া লিটন পুরো ম্যাচেই আর ব্যাট করতে পারবেন না। লাঞ্চের পর খেলা শুরু হলে মোহাম্মদ শামির বাউন্সার আঘাত হানে নাইমের হেলমেটেও। বাংলাদেশের চিকিৎসক ছিলেন লিটনের সাথে, তাই নাইমের শুশ্রূষায় ছুটে আসেন ভারতীয় দলের চিকিৎসক।

অবশ্য নিজেকে সামলে নাইম ফের ব্যাটিং শুরু করেন। তবে এবাদত ফিরেছেন সাজঘরে। পরবর্তী ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন মেহেদি হাসান মিরাজ, যিনি লিটনের বদলি হিসেবে ম্যাচে খেলবেন। তবে মিরাজ এই ম্যাচে বল করতে পারবেন না, তার ভূমিকা থাকবে লিটনের মত শুধু ব্যাটসম্যানের।

এসএইচ-২৭/২২/১৯ (স্পোর্টস ডেস্ক)