মার্চে ঢাকায় আসছেন সৌরভ গাঙ্গুলি

আগামী বছরের মার্চে এশিয়া একাদশ-বিশ্ব একাদশের মধ্যে ম্যাচ হবে। সেই আয়োজনে ঢাকায় উপস্থিত থাকবেন সৌরভ গাঙ্গুলি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এ আয়োজন করছে বিসিবি।

এ প্রসঙ্গে গণমাধ্যমে সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘আমরা উনাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) উনার বাবার ছবি দিয়েছি; সোনায় মোড়ানো।

জন্মশতবার্ষিকী নিয়ে তোমাদের অনেক বড়ো উৎসব হচ্ছে, আমি জানি। দুটো ম্যাচও হবে—বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যে। আমি যাব, আমি অবশ্যই যাব।’

২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন সৌরভ গাঙ্গুলি। তখন থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্ক গাঙ্গুলির।

শনিবার ভারতের সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘আমার সঙ্গে অনেকদিন ধরেই উনার সম্পর্ক আছে এবং সেটি খুবই ভালো। ২০০০ সালে যখন ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ হয়, তখন প্রথম প্রধানমন্ত্রী হন, তখন থেকেই উনার সঙ্গে আমার ভালো সম্পর্ক।’

এসএইচ-০৮/২৪/১৯ (স্পোর্টস ডেস্ক)