ধোনির ভবিষ্যৎ নিয়ে কি বললেন শাস্ত্রী?

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে কোনও জল্পনা করবেন না। আইপিএল অবধি অপেক্ষা করুন। এমনটাই জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রী।

জানা গেছে, আগামী বছরের মার্চে এশিয়া একাদশের হয়ে বাংলাদেশের মাটিতে অবশিষ্ট বিশ্ব একাদশের বিরুদ্ধে খেলতে পারেন ধোনি। তবে ভারতীয় বোর্ড জোর করবে না।

ধোনি রাজি হলেই ভারতীয় বোর্ড সম্মতি জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তবে আইপিএলে ধোনি যে খেলছেন, তা চেন্নাইয়ের কথাতেই স্পষ্ট হয়ে গেছে।

চেন্নাই ফ্রাঞ্চাইজি বলে দিয়েছে, ধোনিই থাকবেন আসন্ন আইপিএলে অধিনায়ক। তবুও ধোনির অবসর নিয়ে জল্পনা থামছে না। এবার রবি শাস্ত্রী বলেছেন, ‘‌সবকিছুই নির্ভর করছে ধোনি কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে তার উপর।

আরও ভালভাবে বললে, আইপিএলে ধোনি কেমন খেলে তার উপর অনেককিছু নির্ভর করছে। অনেকেই রয়েছে, যারা জীবনে উইকেটকিপিং গ্লাভস হাতে দেয়নি। তারাই ধোনির অবসর নিয়ে মন্তব্য করে চলেছে। সবচেয়ে বড় কথা এবারের আইপিএল খুব গুরুত্বপূর্ণ। তার পরেই শুরু হবে টি-২০ বিশ্বকাপ।’‌

এসএইচ-১৯/২৭/১৯ (স্পোর্টস ডেস্ক)