দুবাইয়ে গেইলের মোজমাস্তি

জাতীয় দলকে ‘না’ করে দিয়েছেন। সেই সাথে ঘরোয়া ক্রিকেটও। খেলবেন না কোনো ভিনদেশি টুর্নামেন্ট। পুরোপুরি এক বছরের জন্য ক্রিকেটকে ছুটিতে পাঠিয়েছেন ক্রিস গেইল।

সেই ফাঁকে নিজে আছেন বেশ ফুরফুরে মেজাজে। ঘুরে বেড়াচ্ছেন, মোজমাস্তি করছেন। শুক্রবার নিজের ইনস্টাগ্রামে তেমন ছবিই প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা।

অনেকটা স্রোতের বিপরীতে ভাসিয়েছেন তরী। তবে কী মানসিক কোনো চাপ, না পুরোদমে ২২ গজের সুইচটা অফ করার ইঙ্গিত ক্রিস গেইলের।

শুরুটা হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে। সেখানকার লিগে ব্যাট হাতে ধুঁকতে থাকা গেইল হুট করেই বোমা ফাটান। রান না করলে তার মতো ইউনিভার্স বসেরও যে চার আনারও দাম নেই সেটা বলেছেন একেবারে সরাসরি। একইসাথে জাতীয় দল নিয়েও দীর্ঘদিনের ক্ষোভ উগরে দেন মি. গেইল।

এরপর বুধবার তার চেয়েও বড় কথা শোনালেন ক্যারিবিয়ান এই সুপারস্টার। আসন্ন ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ গেইলকে নিয়ে মাঠে নামতে চাচ্ছে।

কিন্তু গেইল উইন্ডিজ বোর্ডের মুখের উপর ‘না’ বলে দিলেন। সঙ্গে সমালোচনা তো আছেই। যদিও এই ভারত সফরেই গেইলকে বিদায় সংবর্ধনা দেয়ার কথা ভাবছিল ওয়েস্ট ইন্ডিজ বোর্ড।

এসএইচ-১৩/৩০/১৯ (স্পোর্টস ডেস্ক)