ফ্লেমিং-এর পর টেইলর

সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং-এর পর নিউজিল্যান্ডের হয়ে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ডান-হাতি ব্যাটসম্যান রস টেইলর। কিউইদের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক অর্জন করলেন টেইলর।

মঙ্গলবার হ্যামিল্টনে ইংল্যান্ডের বিপক্ষে শেষ হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ক্যারিয়ারে সাত হাজার রান পূর্ণ করেন টেইলর। ৯৬ টেস্টের ১৬৯তম ইনিংসে সাত হাজার রান করলেন তিনি। আর ২০০৮ সালে ১১১ ম্যাচের ১৮৯ ইনিংসে ক্যারিয়ারে সাত হাজার রান পূর্ণ করেছিলেন ফ্লেমিং। প্রায় ১১ বছর পর টেস্ট ফরম্যাটে নিউজিল্যান্ডের কোনো ব্যাটসম্যান হিসেবে সাত হাজার রান করলেন টেইলর।

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান ফ্লেমিং-এর। ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারে ৭১৭২ রান করেছেন তিনি। আর ১২ বছরের টেস্ট ক্যারিয়ারে এ পর্যন্ত ৭০২২ রান করেছেন টেইলর। ফ্লেমিং-এর সাথে টেইলরের রানের ব্যবধান এখন ১৫০ রান।

খুব শিগগিরই যে ফ্লেমিংকে ছাড়িয়ে টেস্টে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন টেইলর, তা বলার অপেক্ষা রাখে না। কারণ চলতি মাসেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। সেখানে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কিউইরা।

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রান সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের। ১০১ ম্যাচের ১৭৬ ইনিংসে ৬৪৫৩ রান করেছেন তিনি।

এসএইচ-২০/০৩/১৯ (স্পোর্টস ডেস্ক)