দুঃখ ভুলতে সাকিবের ‘হারিয়ে যাওয়া’!

নিষেধাজ্ঞার কারণে আপাতত খেলার মাঠে নেই তিনি। এই সময়টাকে যেন কিছুতেই মনে করতে চান না সাকিব আল হাসান। তাইতো ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশ। স্ত্রী আর একমাত্র মেয়েকে নিয়ে ক’দিন আগে দুবাইয়ে যান। সেখান থেকে আবার প্যারিসে। মনে হচ্ছে ক্রিকেটের দু:খ ভুলতেই সাকিবের এই হারিয়ে যাওয়া!

উল্লেখ্য, জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর তথ্য পেয়েও গোপন করায় এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জার্সি গায়ে ২২ গজ মাতাচ্ছেন সাকিব।

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়ার পর অদ্যাবধি খেলেছেন ২০৬টি ওয়ানডে ম্যাচ। যেখানে রান করেছেন ৬ হাজার ৩২৩। বল হাতে নিয়েছেন ২৬০ উইকেট।

ওয়ানডের পাশাপাশি ক্রিকেটের বাকি দুই ফরম্যাট টি২০ ও টেস্টেও তিনি সমানভাবে উজ্জ্বল। এখন পর্যন্ত ৫৬ টেস্টে অংশ নিয়ে করেছেন তিন হাজারের বেশি রান।

পাশাপাশি ঝুলিতে পুরেছেন ২১০ উইকেট। আর টি২০’তে ৭৬ ম্যাচ খেলা সাকিবের রান ১ হাজার ৮৯৪। বিপরীতে উইকেট শিকার করেছেন ৯২টি।

এসএইচ-২০/০৬/২০ (স্পোর্টস ডেস্ক)