গত বছর ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিরুদ্ধে অভিষেক হয়েছিলো বাংলাদেশের লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের। অভিষেক ম্যাচই দুর্দান্ত খেলেছেন তিনি। ৪ ওভার বল করে ১৮ রান দিয়ে শিকার করেছেন দুই উইকেট।
টি-টোয়েন্টি ক্রিকেটে এই পর্যন্ত ৬ ম্যাচ খেলেছেন আমিনুল। শিকার করেছে ৭টি উইকেট।
তার কয়েক মাসে তার অসাধারণ পারফরমেন্সের পুরস্কারও পাচ্ছেন তিনি।
জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইড ২০১৯ এর সেরা অভিষিক্ত লেগ স্পিনার হিসেবে মনোনীত হয়েছেন।
তার ছবি দিয়ে মনোয়নের কথা প্রকাশ করেছে ক্রিকইনফো। তারা লেখে, ‘একজন লেগস্পিনার যিনি শুরু দিকে বাংলাদেশের হয়ে আগুন ঝরিয়েছেন।’
এসএইচ-১১/০৭/২০ (স্পোর্টস ডেস্ক)