পাকিস্তানি ক্রিকেটারের ১৭ মাস জেল

বিপিএল ও পিএসএলে ঘুষ লেনাদেনার দায়ে পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদকে কারাদণ্ড দিয়েছে ইংল্যান্ডের এক আদালত।

ইংল্যান্ডে গ্রেপ্তার থাকা নাসিরের সঙ্গে ফিক্সিং পরিকল্পনায় জড়িত থাকায় সাজা দেওয়া হলো ইউসুফ আনোয়ার ও মোহাম্মদ ইজাজ নামের আরও দুজনকে।

রায়ে নাসির ১৭ মাস, ইউসুফ ৪০ মাস ও ইজাজের ৩০ মাসের কারাদণ্ডের সিদ্ধান্ত এসেছে। এর আগে স্পট ফিক্সিংয়ের প্রমাণ পেয়ে তাকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ইংল্যান্ডের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) স্পট ফিক্সিং নিয়ে তদন্ত করার সময় গ্রেপ্তার করে এই তিনজনকে।

২০১৬ সালে রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশে এসেছিলেন নাসির। ওই আসরেই তিনি ফিক্সিংয়ের চেষ্টা চালান। পরে পিএসএলেও করেন ফিক্সিং।

এসএইচ-১০/০৮/২০ (স্পোর্টস ডেস্ক)