বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ৪৪৫ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ফলে প্রথম ইনিংস থেকে ২১২ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ২৩৩ রান করেছিলো বাংলাদেশ।
পাকিস্তানের পক্ষে বাবর আজম ১৪৩, শান মাসুদ ১০০, হারিস সোহেল ৭৫, আসাদ শফিক ৬৫, অধিনায়ক আজহার আলি ৩৪, উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ১০, ইয়াসির শাহ ৫, শাহিন শাহ আফ্রিদি ৩, নাসিম শাহ ২, মোহাম্মদ আব্বাস অপরাজিত ১ ও আবিদ আলি শূন্য রান করেন।
বাংলাদেশের আবু জায়েদ-রুবেল হোসেন ৩টি করে, তাইজুল ইসলাম ২টি ও এবাদত ১টি উইকেট নেন।
এর আগে, অভিষেক টেস্ট খেলতে নেমে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছিলেন সাইফ হাসান।
এবার দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন এ টাইগার ওপেনার। ২৫ বলে ৪ চারে ১৬ রান করে নাসিম শাহ’র বলে বোল্ড হয়েছেন সাইফ।
এসএইচ-১৪/০৯/২০ (স্পোর্টস ডেস্ক)