অস্ট্রেলিয়ার মাটিতে গতির ঝড় তুলতে মরিয়া জাহানারা

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন জাহানারা আলম। অস্ট্রেলিয়ার মাঠে শুরু হওয়া আসন্ন বিশ্বকাপে গতি তুলতে মরিয়া এই পেস বোলিং অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ার উইকেটে জাহানারার মতে পেসাররা বাড়তি সুবিধা পাবেন। জাহানারা বলেন, ‘অস্ট্রেলিয়ায় খেলার ব্যাপারে আমি খুবই রোমাঞ্চিত।

শুনেছি এখানকার পিচ অনেক বাউন্সি হয়। সেক্ষেত্রে উইকেট থেকে বাড়তি সহায়তা পাবো। দুই দিকেই সুইং করাতে পারছি, ভেরিয়েশনও রয়েছে। যতটা পারি রান কম দেয়ার চেষ্টা করবো। দলে এটাই আমার মূল ভূমিকা।’

চলতি মাসের দুই তারিখ অস্ট্রেলিয়া গেছে বাংলাদেশ দল। সেখানের পরিবেশ সঙ্গে নিজেদের মিলিয়ে নিতেই এতো আগে গেছেন টাইগ্রেসরা। অস্ট্রেলিয়া বিশ্বকাপ নিয়ে ভালো করার আশাবাদী জাহানারা।

তিনি বলেন, ‘দল হিসেবে আমাদের মূল শক্তি একতা। লম্বা সময় ধরে আমরা নিজেদের প্রস্তুত করেছি এবং আমরা আত্মবিশ্বাসী। এটা আমাদের চতুর্থ বিশ্বকাপ। এখন আমরা বেশ অভিজ্ঞ, যদিও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারই প্রথম খেলবো।’

বাংলাদেশ দলের অন্যতম বড় ভরসা অলরাউন্ডার রুমানা আহমেদ, যিনি আইসিসির রুকি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে সময় কাটিয়েছিলেন। রুমানা বলেন, ‘আমার জন্য এটা অনেক বড় এক সুযোগ ছিলো। সেবারই প্রথম অস্ট্রেলিয়ায় এসেছিলাম এবং অনেক কিছু শিখেছিলাম। বড় দল ও বড় খেলোয়াড়রা ম্যাচের জন্য কীভাবে প্রস্তুত হয় শিখেছিলাম।’

২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টাইগ্রেসদের ম্যাচ শুরু ২৪ ফেব্রুয়ারি। বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।

এসএইচ-১০/১৯/২০ (স্পোর্টস ডেস্ক)