ক্রিকেট ছাড়লেন ভারতীয় স্পিনার

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় স্পিনার প্রজ্ঞ্যান ওঝা। এক টুইট বার্তায় অবসরের কথা জানিয়ে তিনি বলেন, ‘একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে সর্বোচ্চস্তরে দেশের প্রতিনিধিত্ব করা যে স্বপ্ন ছোটবেলা থেকে ছিল তার পর এটাই সময় সরে দাঁড়ানোর।’

তিনি আরও লেখেন, ‘আমার ঘটনাবহুল ক্যারিয়ার অনেক উত্থান পতন দেখেছে অনেকটা সময় ধরে। আমি বুঝতে পেরেছি একজন ক্রিকেটারের উত্তরাধিকার শুধু হার্ড ওয়ার্ক ও একাগ্রতার মধ্যে দিয়ে আসে না।

সঙ্গে দরকার হয় বিশ্বাস ও পথ প্রদর্শন অ্যাসোসিয়েশ‌, টিম ম্যানেজমেন্ট, সতীর্থ, কোচ, ট্রেনার এবং ফ্যানদের।’

৩৩ বছরের এই ক্রিকেটার ২৪টি টেস্ট, ১৮টি ওডিআই এবং ছ’টি টি২০ খেলেছেন দেশের জার্সিতে। সেখানে তিনি ১১৩, ২১ ও ১০ উইকেট নিয়েছেন। তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে শেষে খেলেছেন ২০১৮তে বিহারের হয়েছে প্রথম শ্রেণীর ম্যাচে।

ভারতের হয়ে তার শেষ ম্যাচে তিনি ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরাও হয়েছিলেন ২০১৩’তে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেটাই ছিল শচিন টেন্ডুলকারের বিদায়ী ম্যাচ।

এসএইচ-২১/২২/২০ (স্পোর্টস ডেস্ক)