‘মরার উপর খাড়ার ঘা’ আকমলের

‘মরার উপর খাড়ার ঘা’- এই প্রবাদটি এখন পাকিস্তানের ব্যাটসম্যান উমর আকমলের জন্য পুরোপুরি প্রযোজ্য। সম্প্রতি ‘দুর্নীতিবিরোধী নীতিমালা’ ভঙ্গের কারণে আকমলকে নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আকমলের বিপক্ষে দুর্নীতির অভিযোগের তদন্ত করছে পিসিবি’র দুর্নীতিবিরোধী ইউনিট (এসিইউ)। এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি।

এবার পিসিবি আরও বিপাকে ফেললো আকমলকে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চুক্তির অগ্রীম টাকা ফেরত দিতে বললো পিসিবি।

পিএসএল শুরুর দিন আকমলকে নিষেধাজ্ঞা দেয় পিসিবি। কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে এবার খেলার কথা ছিল তার। খেলার সুযোগ তো হারালেনই, সাথে এখন চুক্তির অগ্রীম টাকাও ফেরত দিবে হবে আকমলকে।

পিএসএলের নিয়নুযায়ী, দেশি-বিদেশি সব খেলোয়াড়কে চুক্তির ৭০ শতাংশ টাকার টুর্নামেন্ট শুরুর আগেই দেওয়া হয়। বাকি ৩০ শতাংশ লিগ শেষে দেয়া হয়।

বোর্ড থেকে জানানো হয়, কোয়েটার সঙ্গে চুক্তি করায় আকমলকে ৭০ শতাংশ ফির একটি চেক দিয়েছে পিসিবি। এসিইউ’র চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট নিষিদ্ধ থাকবে সে। তাই পিসিবির কাছে ৭০ শতাংশ ফির টাকা ফেরত দিতে হবে।

আকমলের বিরুদ্ধে অভিযোগ ছিল, ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়া তথ্য গোপন করেছেন।

এসএইচ-১৩/০১/২০ (স্পোর্টস ডেস্ক)