প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। নিজের ২০৬তম ম্যাচ খেলতে নেমে ডোনাল্ড টিরিপানোকে চার মেরে সাত হাজার রানের ঘর পেরিয়ে যান।
তামিমের পরে অবস্থান করছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিবের রান ৬৩২৩ ও মুশফিকের ৬১৬১। সাত হাজার রান থেকে ৮৪ রান দূরে থেকে তামিম খেলতে নেমেছিলেন মঙ্গলবার।
সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে এ মাইলফলক স্পর্শ করেন তিনি। ইনিংসের ২৭তম ওভারের পঞ্চম বলে ডোনাল্ড ত্রিপানোকে বাউন্ডারি হাঁকিয়ে সাত হাজারি ক্লাবে প্রবেশ করেন তামিম।
অপর দিকে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগ্রাসী রুপে দেখা দিলেন তামিম ইকবাল। তুলে নিলেন ওয়ানডে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। ১০৬ বলে ১৪টি চারের সাহায্যে সেঞ্চুরির দেখা পান তামিম।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গত ২০১৮ সালে জুলাইয়ে সেঞ্চুরির পর, মঙ্গলবার আবার তিন অঙ্কে পৌঁছালেন তামিম। মাঝের সময়ে খেলা ২৩ ইনিংসে পাঁচবার ফিফটি করলেও, পাওয়া হয়নি সেঞ্চুরির দেখা। এরমধ্যে দুইবার আবার পৌঁছেছিলেন ৮০ রানে। তবু পাননি সেঞ্চুরি।
ওয়ানডে ক্যারিয়ারে ১১টি সেঞ্চুরি ও ৪৮টি হাফ সেঞ্চুরি করেন তামিম ইকবাল।
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বাধিক রান
তামিম ইকবাল- ২০৬ ম্যাচ ৭০০২*
সাকিব আল হাসান- ২০৫ ম্যাচ ৬৩২৩
মুশফিকুর রহীম- ২১৮ ম্যাচ ৬১৭৪
মাহমুদুল্লাহ রিয়াদ- ১৮৬ ম্যাচ ৪০২৬
এসএইচ-২২/০৩/২০ (স্পোর্টস ডেস্ক)