জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে দুটি বিশেষ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে অংশ নিবে এশিয়া ও বিশ্ব একাদশ। ম্যাচ দুটি ঢাকা মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চলতি মাসের ২১ ও ২২ মার্চ।
আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড হলেও সকল খরচ বহন করবে স্পন্সর কোম্পানি। মুজিববর্ষে এই টুর্নামেন্ট স্মরণীয় করে রাখতে একটি বর্ণাঢ্য কনসার্টের আয়োজন করা হয়েছে।
এই কনসার্টের পরিকল্পনা এবং সমন্বয়ের দায়িত্ব দেয়া হয়েছে ভারতের বিখ্যাত মিউজিসিয়ান এআর রহমানকে। সে জন্য তাকে বরাদ্দ দেয়া হবে ১০ কোটি টাকা। এই টাকার মধ্যেই তিনি শিল্পী নির্বাচন এবং তাদের পারফরম্যান্সসহ সবকিছুই দেখভাল করবেন।
এছাড়া দুটি ম্যাচ আয়োজন আর দেশি বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক বাবদ খরচ হবে আরো ৪০ কোটি টাকা। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রটি আরো জানায়, এই বিশাল আয়োজনের পেছনে বিসিবিকে একটি টাকাও খরচ করতে হবে না। সকল ব্যয়ভার বহন করবে স্পন্সর কোম্পানি। তবে এখনো চূড়ান্ত হয়নি স্পন্সরের নাম। ইউনিলিভার ও বেক্সিমকো কোম্পানির সঙ্গে বিসিবির আলোচনা চলছে বলে সূত্রটি জানায়।
এসএইচ-১৬/০৮/২০ (স্পোর্টস ডেস্ক)