ফুটবলে বাংলাদেশের জৌলুস হারিয়েছে অনেক আগেই। টুর্নামেন্ট চলে বছরের পর বছর, চ্যাম্পিনয় হয়ে উৎসব করে দলগুলো।
গোলের পর দুর্দান্ত সব উদযাপনও করেন ফুটবলাররা। কিন্তু এ সবই হয় দর্শকছাড়া। বাংলাদেশের মাঠে পরিচিত এরকম ঘটনা এবার ঘটলো ইতালিয়ান লিগেও। সিরি ‘বি’তে এম্পোলি-ত্রিপোনো ম্যাচটি হয়েছে রুদ্ধদ্বারে। অর্থাৎ দর্শকছাড়া।
অবশ্য দর্শক আসেনি বিষয়টা এমন না। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতি করোনাভাইরাস এড়াতে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা দেয় আয়োজকরা।
যার ফলে দর্শকবিহীণ মাঠে খেলতে হলো এম্পালো ও ত্রিপানোর ফুটবলারদের। অবশ্য ইউরোপের অনেক দেশেই দর্শকবিহীন মাঠে খেলা হয়েছে। কিন্তু ইতালিতে এই প্রথম এমন ঘটনা ঘটলো।
মরণঘাতি এ ভাইরাসে ইতালিতে ইতোমধ্যে দুশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্বেচ্ছায় গৃহবন্দী হয়েছেন লক্ষাধিক মানুষ। এমতাবস্থায় ফুটবলের সূচি রক্ষার্থে স্টেডিয়ামের ফটক বন্ধ করে খেলায় সমীচীন মনে করেছেন আয়োজকরা। পরিস্থিতি আরও খারাপ হলে টুর্নামেন্ট স্থগিত রাখা হবে।
রুদ্ধদ্বার ম্যাচটিতে অবশ্য কেউ জেতেনি। ১-১ গোলে ড্র হয়েছে। আত্মঘাতী গোলের কারণে জয়বঞ্চিত হয়েছে এম্পালো।
এসএইচ-১৯/০৮/২০ (স্পোর্টস ডেস্ক)