সানরাইজ হায়দ্রাবাদে বাংলাদেশের বুলবুল

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল-২০২০) মুম্বাইয়ে শুরু হবে আগামী ২৯ মার্চ।

এবারের আইপিলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে থাকছেন একজনই। তার নাম বুলবুল। অবশ্য ব্যাট-বলে নয়, সাইড আর্ম থ্রোয়ার হিসেবে আইপিএলে অংশ নিচ্ছেন বুলবুল।

বুলবুল বাংলাদেশ জাতীয় দলের টিম বয়। বাংলাদেশ দলে সাইড আর্ম থ্রোয়ার হিসেবে কাজ করেন তিনি। আর তার কাজ পছন্দ হয়েছে আইপিএল কর্তৃপক্ষের।

তাই পুরো আসরের জন্য তাকে সাইড আর্ম থ্রোয়ার হিসেবে নিয়েছে আইপিএলের অন্যতম দল সানরাইজার্স হায়দ্রাবাদ। সে হিসেবে ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন আর রশীদ খানের মতো খেলোয়াড়দের অনুশীলনের সময় সাহায্য করবেন বুলবুল।

ক্রীড়াবিষয়ক অনলাইন গণমাধ্যম বিডিক্রিকটাইমকে বুলবুল জানিয়েছেন, আগামী ২৩ মার্চ ভারতের উদ্দেশে রওয়ানা হবেন তিনি। ১ এপ্রিলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। তাই কাজে যোগদানের পরপরই ওয়ার্নারদের অনুশীলনে বেশ ব্যস্ত হয়ে পড়বেন।

এসএইচ-০৩/১১/২০ (স্পোর্টস ডেস্ক)