করোনা মোকাবেলায় মাঠে নামবে ইতালির ২০০৬ বিশ্বকাপজয়ী দল

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইতালির ২০০৬ বিশ্বকাপজয়ী দলের সদস্যরা। সহায়তার জন্য তহবিল গঠনের ঘোষণা দিয়েছে তারা।

বিশ্বজয়ী দলটির অধিনায়ক ফ্যাবিও ক্যানভেরা রোববার রাতে এই উদ্দ্যোগের কথা জানান। গার্ডিয়ান।

সামাজিক মাধ্যমে ক্যানভেরা বলেন, আমি ও আমার ২০০৬ বিশ্ব চ্যাম্পিয়ন দলের বাকি সতীর্থরা আবার মাঠে নেমেছি নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য।

রোনাভাইরাসের প্রাদুর্ভাবে জরুরি অবস্থায় আমাদের দেশকে সাহায্য করতে ইতালিয়ান রেড ক্রিসেন্টের জন্য তহবিল সংগ্রহে কাজ করছি। আপনিও আমাদের দলের অংশ হতে পারেন। মিলিতভাবে আমরা এখনও জিততে পারি।

বিশ্বের নতুন এ মহামারীতে চীনের পর সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে আছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে ইতিমধ্যে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। আর পুরো দেশটিই অবরুদ্ধ করে রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

এসএইচ-১১/১৬/২০ (স্পোর্টস ডেস্ক)