বিশ্বকাপ না হলে আইপিএল অক্টোবর-নভেম্বরে

বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। করোনার ধাক্কায় এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসার কথা বিশ্বকাপ। যদি বিশ্বকাপ আয়োজন পিছিয়ে যায়, ভারত ওই সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করবে।

বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তা আইএএনএস-কে জানিয়েছে, অক্টোবর-নভেম্বর উইন্ডোতে আইপিএল আয়োজনের কথা চলছে। যদি বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হয় তাহলে সেই সময়টা কাজে লাগাবে ভারত।

বিসিসিআইয়ের ওই কর্মকর্তা বলেছেন, ‘এই মুহূর্তে সীমান্তে লকডাউন চলছে। পাশাপাশি অস্ট্রেলিয়া সাফ জানিয়েছে তারা ছয় মাস কাউকে তাদের দেশে ঢুকতে দেবে না।

হয়তো পরিস্থিতি এর মধ্যে স্বাভাবিক হতেও পারে। যদি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেয় এবং অবস্থার উন্নতি হয় তাহলে অক্টোবর-নভেম্বর আইপিএল আয়োজনের সেরা সময়।’

এসএইচ-১৮/০১/২০ (স্পোর্টস ডেস্ক)