এশিয়া কাপ বাতিল হলে মানবে না পিসিবি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইপিএলের জন্য এশিয়া কাপ বাতিল হলে তা মানবে না পিসিবি।

এহসান মানি বলেন, ‘আমি এরকম (এশিয়া কাপ বাতিল করে আইপিএল আয়োজন) শুনেছি। যদি এটা হয়ে থাকে সেটা হবে অনাকাঙ্খিত।

মনে রাখতে হবে, এশিয়া কাপ শুধু ভারত কিংবা পাকিস্তানের নয়। এর সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অন্য সহযোগী দেশগুলো জড়িত।’

‘এই মুহূর্তে এশিয়া কাপ সঠিক সময়ে আয়োজন করার নিশ্চয়তা দেয়া অসম্ভব। যদি চলমান পরিস্থিতির পরিবর্তন হয় অবশ্যই এশিয়া কাপ হওয়া উচিত। এই আসর থেকে আয়ের অর্থ সদস্য দেশগুলোতে ক্রিকেটের উন্নয়নে ব্যয় করা হয়।’

প্রসঙ্গত, ভারতীয় সংবাদমাধ্যমে বেশ কিছুদিন আগে থেকে গুঞ্জন, আইপিএলের কারণে বাতিল হয়ে যেতে পারে সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়া কাপ। এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। যদিও নিরপেক্ষ ভেন্যুতেই হবে আসরটি। এখনো ঠিক হয়নি ভেন্যু।

এসএইচ-১৮/১৫/২০ (স্পোর্টস ডেস্ক)