মেসিরা লিগে ফেরার অনুমতি পেল ৮ জুন

অবশেষে বিশ্বের জনপ্রিয় ক্লাব ফুটবল আসর স্প্যানিশ লা লিগা ফেরার অনুমতি পেয়েছে। এ ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন খোদ স্পেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। আগামী ৮ জুন লিওনেল মেসিদের এই লিগ ফের চালু করার ব্যাপারে তিনি জানিয়েছেন।

লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস অবশ্য আগামী ১২ জুন-কে লিগ ফেরার সম্ভাব্য তারিখ হিসেবে ইঙ্গিত দিয়েছিলেন। যেখানে সেভিয়া ও রিয়াল বেতিসের মধ্যকার ডার্বি ম্যাচের কথা বলা হয়েছিল।

তবে সরকারের পক্ষ থেকে নির্দেশ আসায় এখন নতুনভাবে চিন্তা করতে হবে।

এক ঘোষণায় সানচেস বলেন, ‘যেটা হওয়ার উচিত ছিল স্পেন সেটাই করেছে। স্পেনে নতুন দিগন্ত উন্মোচিত হল। এখন সময় এসেছে সবকিছু ফিরিয়ে আনার। ৮ জুন থেকে লা লিগা ফিরবে।’

এর আগে প্রণঘাতী করোনা ভাইরাসের কারণে গত ১২ মার্চ লা লিগা স্থগিত হয়। তবে পরিস্থিতি শিথিল হওয়ায় দুই মাস পর গত ৮ মে থেকে এককভাবে অনুশীলনে শুরু করে লা লিগার ক্লাবগুলো। গত সপ্তাহ থেকে গ্রুপ অনুশীলন শুরু করে দলগুলো।

এসএইচ-২০/২৪/২০ (স্পোর্টস ডেস্ক)