ফ্রান্সের তুলুস শহরের একটি নাইট ক্লাবের পাশে গুলিবিদ্ধ হয়ে একজন ফুটবলারের মৃত্যু হয়েছে। নিহত ফুটবলারের নাম ক্রিস্টোফার অরিয়ের, আইভরিকোস্টের নাগরিক।
স্থানীয় সময় সোমবার ভোরের দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ক্রিস্টোফার অরিয়ের ফুটবলার ফ্রান্সের পঞ্চম সারির ক্লাব তুলুস রদেওর খেলোয়াড় ছিলেন। ক্রিস্টোফার টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার সের্গে অরিয়রের ছোট ভাই।
ফরাসি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ২৬ বছর বয়সী ক্রিস্টোফারের পাকস্থলী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনার তদন্তকাজে জড়িত নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তার শরীরে দুটি গুলি লাগে। ঘটনার পর পরই বন্দুকধারী পালিয়ে গেছে। কিন্তু একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পার্শ্ববর্তী একটি নাইট ক্লাব থেকে ছোড়া গুলিতে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
এসএইচ-০৩/১৪/২০ (স্পোর্টস ডেস্ক)