ক্রিকেট মাঠে হুট করে নেওয়া দারুণ সিদ্ধান্তে প্রতিপক্ষকে ভড়কে দেন মাহেন্দ্র সিং ধোনি। যথার্থ সিদ্ধান্ত নিয়ে দলের জয় ছিনিয়ে আনেন। সেই ধোনি এবার নাড়িয়ে দিয়েছেন পুরো ক্রিকেটবিশ্বকে। দেশের ৭৩তম স্বাধীনতা বার্ষিকীতে হুট করে অবসর নিয়ে চমকে দিয়েছেন সবাইকে। এরপর থেকে চারদিক থেকে অভিনন্দন এবং আবেগী বার্তা সঙ্গী হয়ে উঠে ধোনির জন্য।
সেই আবেগে খুব একটা গা না ভাসানো ধোনিকেও চমকে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাবেক এই ক্রিকেট গ্রেটের অবসর প্রসঙ্গে দুই পৃষ্ঠার বিশাল এক চিঠি লিখেছেন মোদি। যা ছুঁয়ে গেছে ধোনিকেও। নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে সেই চিঠির ছবি প্রকাশ করে মোদির প্রতি নিজের কৃতজ্ঞতা জানিয়েছেন ধোনি।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পাঠানো সেই চিঠির ছবি প্রকাশ করে ধোনি লিখেন, ‘একজন শিল্পী, জওয়ান এবং একজন খেলোয়াড় সবসময় প্রশংসা পেতে চান। তারা চান, তাদের কঠোর পরিশ্রমটা অন্তত সবার নজরে পড়ুক। শুভেচ্ছা পাঠানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনেক ধন্যবাদ।’
ভারতের প্রধানমন্ত্রী মোদি নিজের পাঠানো দুই পৃষ্ঠার চিঠিতে ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানের কথা তুলে ধরেন। একইসঙ্গে দারুণ এক ক্যারিয়ারের জন্য এবং ব্যক্তিগত ধোনির প্রশংসাও করেন। ধোনির সম্মানার্থে মোদি লিখেন, ‘এমএস ধোনি নামটি কেবল ক্রিকেটে তার অনবদ্য পরিসংখ্যানের জন্য মনে রাখা হবে, এমনটা নয়। তোমাকে শুধু একজন ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে দেখলে অবিচার করা হবে।’
এছাড়াও মোদির সেই চিঠিতে ধোনির সংগ্রামী জীবনের ছবিও তুলে ধরা হয়। রাঁচির মতো ছোট শহর থেকে এসে ভারতীয় ক্রিকেটে এতবড় একটা নাম হওয়ার জন্যও ধোনির প্রশংসাও করেন দেশটির প্রধানমন্ত্রী। এছাড়া কন্যা জিভার সঙ্গে ধোনির সম্পর্ক, কিংবা দেশের সেনাবাহিনীর প্রতি ধোনির ভালবাসা, প্রতিটি জিনিসের উল্লেখ রয়েছে ওই চিঠিতে।
এসএইচ-২০/২১/২০ (স্পোর্টস ডেস্ক)