কোথায় বসছে টি টোয়েন্টি বিশ্বকাপ

ভারত নাকি সংযুক্ত আরব আমিরাত। শেষ পর্যন্ত কোথায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসর। মঙ্গলবার আইসিসির সভায় নির্ধারিত হবে সেই ভাগ্য। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে বিশেষ বিমানে করে টিম ইন্ডিয়া যুক্তরাজ্যে যাবে ৩ জুন। দায়িত্ব নিয়েই সাদা পোশাকে প্রোটিয়া দলকে সেরাদের কাতারে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি অধিনায়ক ডিন এলগারের।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যয় এখনও কাটিয়ে উঠতে পারেনি গোটা ভারত। জীবন যেখানে থমকে গেছে, মাঠের খেলা তো সেখানে নস্যি। তাই বাস্তবতা মেনে ভারতে বন্ধ সব ধরনের আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট।

অথচ হাতে সময় নেই একেবারেই। মাস ছয়েক পরেই ভারতের ৯ ভেন্যুতে পর্দা ওঠার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসরের। কিন্তু ৮ দল নিয়ে ৪ ভেন্যুতে যারা আয়োজন করতে পারেনি আইপিএল, বর্তমান পরিস্থিতির বিবেচনায় তাদের দ্বারা ১৬ দলের এই ক্রীড়াযজ্ঞ আয়োজন কি আদৌ সম্ভব!

এখনই সে সম্ভাবনায় দাঁড়ি টানতে নারাজ বিসিসিআই। আইপিএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিলেও, ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজনে এখনও দৃঢ় প্রতিজ্ঞ তারা। অন্তত শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায় ভারতীয় বোর্ড। প্রয়োজনে কমানো হবে ভেন্যুর সংখ্যা।

এমনকি কি কমতে পারে টুর্নামেন্টের দৈর্ঘ্যও। তবে করোনার তাণ্ডব না কমলে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তুত রাখা হবে সংযুক্ত আরব আমিরাতকে। এ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে মঙ্গলবারের আইসিসির সভায়।

তবে সে সব ছাপিয়ে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে ঘিরেই তীক্ষ্ণ দৃষ্টি ভারতের। ইউকে সরকারের কোভিড প্রটোকল মেনেই মাঠে নামতে হবে টিম ইন্ডিয়াকে। বর্তমানে মুম্বাইয়ে আইসোলেশনে থাকা দল চার্টার্ড বিমানে দেশটিতে যাবে ৩ জুন। ইংল্যান্ডের সঙ্গে সিরিজ থাকায় একই বিমানে যাবে ত্রিশ সদস্যের নারী দলও।

এসএইচ-১৩/৩০/২১ (স্পোর্টস ডেস্ক)