বায়োবাবল ইস্যুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে মুশফিকুর রহিমের না থাকাটা দুঃখজনক। মুখে স্বীকার না করলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণে অসন্তুষ্ট বিসিবি কর্তারা।
তবে বিশ্লেষকরা বলছেন, সব সুযোগ থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ে মুশফিকের বায়োবাবলে প্রবেশে ব্যর্থতার দায় এড়াতে পারেনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।
সতীর্থরা যখন টিম হোটেলে কোয়ারেন্টিনে, মুশফিকুর রহিমকে তখন একা একাই জিম করতে হচ্ছে। অস্ট্রেলিয়ার দেয়া কোয়ারেন্টিনের অদ্ভুত শর্তের কারণে ছিটকে গেছেন সিরিজ থেকেই।
জাতীয় দল জিম্বাবুয়ে সফরে থাকাকালীনই জানা গিয়েছিল, শর্ত অনুযায়ী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে হলে বায়োবাবলের বাইরে থাকা যেকোনো ক্রিকেটারকে অন্তত ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
বাবা-মায়ের অসুস্থতার কারণে হারারেতে টি-টোয়েন্টি সিরিজের আগেই দেশে ফেরা মুশফিক নির্ধারিত সময়ে বাবলে প্রবেশ করতে না পারায় তাকে আর এই সিরিজে খেলানোর অনুমতি দিচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া।
গেল ক’দিনে বিসিবির উচ্চপদস্থ কর্মকর্তাদের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বোঝা যায়, অজিদের এই ৫ ম্যাচ সিরিজ খেলতে বাংলাদেশে আগমনকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হচ্ছে।
তবে জানা গেছে, অতিথিদের কঠিন সব শর্তের প্যাঁচে রীতিমত বিরক্ত তারা। শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকতে চাইলেও কোয়ারেন্টিন জটিলতা এড়িয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে মুখিয়ে ছিলেন মুশফিক। সেজন্য সিদ্ধান্ত পাল্টে হারারের তিনটি টি-টোয়েন্টিও খেলতে চেয়েছিলেন। যদিও পারিবারিক কারণে তা হয়ে ওঠেনি।
এসএইচ-০৬/৩১/২১ (স্পোর্টস ডেস্ক)