অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে সিরিজ সেরা হয়েছেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ নিয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বার সিরিজ সেরা হলেন তিনি। সাকিবের চেয়ে এই অর্জন বেশি ক্রিকেটের লিটল মাস্টার শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলির। শচীন ২০ ও কোহলি ১৯ বার সিরিজ সেরা হয়েছেন তাদের ক্যারিয়ারে।
অজিদের বিপক্ষে সোমবার প্রথমে ব্যাট হাতে মাত্র ১১ রান করেন সাকিব। তার নামের ভার যে কতটা তা দেখান বল হাতে নিয়ে। ১২৩ রানের টার্গেট দিয়েই সফরকারীদের ৬২ রানে অল আউট করে দেয় বাংলাদেশ। এর পেছনে মূল কারিগরই সাকিব। ৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে অজি ব্যাটিং লাইন আপে ধ্বস নামান তিনি।
সাকিব একে একে ম্যাথু ওয়েড, অ্যাস্টন টার্নার ও নাথাল এলিসের উইকেট শিকার করেছেন। অস্ট্রেলিয়ার সবশেষ উইকেটটিও নিয়েছেন তিনি। ফলে অজিদের বিপক্ষে ৬০ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এর আগে বাংলাদেশের গলার কাঁটা হয়ে ওঠছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েড। ক্রিজে টিকে থেকে কখনও কখনও বল আছরে ফেলছিলেন গ্যালারিতেও। ভয়ঙ্কর হয়ে ওঠা সেই ওয়েডকে ফিরিয়েছেন সাকিব আল হাসান, আগের ম্যাচে যিনি এক ওভারেই পাঁচ ছক্কা খেয়ে প্রচুর সমালোচনার মুখে পড়েছিলেন।
এই সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সব মিলিয়ে সাকিব শিকার করেছেন ৭ উইকেট। যার গড় ১৮.১৪ ও ইকোনমি রেট ৬.৪৫। এ ছাড়াও সাকিব টেস্টে ২১৫ উইকেট ও ওয়ানডেতে ২৭৭ উইকেট নিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৬৬ ম্যাচে তিনি নিয়েছেন ৬১ উইকেট।
শুধু সিরিজ সেরাই না, ম্যাচসেরাও হয়েছেন সাকিব। দুই ক্যাটাগরিতে সেরা হওয়ার পর তিনি বলেছেন, ‘আমি আমার খেলা উপভোগ করছি, সতীর্থদের ধন্যবাদ। তাদের ছাড়া আমার এই অর্জন সম্ভব হতো না। উইকেট অনেক কঠিন ছিল, তবে আমরা অনেক চেষ্টা করেছি। সব কিছুই ভালো কেটেছে। আমরা সিরিজ জিতলাম। আর আমি মাঝে মাঝে রেকর্ডও খুঁজি।’
এসএইচ-২৮/০৯/২১ (স্পোর্টস ডেস্ক)