অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ও পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে বিরল এক রেকর্ড গড়েছেন বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০০ রান ও ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছেছেন তিনি। তার আগে কেউই এই রেকর্ডে নাম লেখাতে পারেননি।
অজিদের বিপক্ষে সোমবার পঞ্চম ম্যাচে ১১ রান করে আউট হন সাকিব। ফলে টি-টোয়েন্টি ক্রিকেটে তার মোট রান দাঁড়ায় ১৭০৭। পরে বল হাতে সাকিব নেন চার উইকেট। টি-টোয়েন্টিতে তার মোট উইকেট এখন ১০২টি। অনন্য এই রেকর্ডে নাম লেখাতে তিনি খেলেছেন ৮৪ ম্যাচ।
এর মাধ্যমে সাকিবকে কেন বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্য অন্যতম বলা হয় তা আরও একবার প্রমাণ করেছেন বাংলাদেশের ক্রিকেটের এই পোস্টার বয়। ব্যাট হাতে তিনি যেমন সেরা সেরা ব্যাটসম্যানদের প্রতিদ্বন্দ্বী তেমনি বল হাতেও তুখোড় বোলারদের চেয়েও অগ্রগণ্য।
সফরকারী অজি দলকে ১২৩ রানের টার্গেট দিয়ে বাংলাদেশের ৬০ রানের যে জয় তাতে সবচেয়ে বেশি অবদানও সাকিবের। মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে অজি ব্যাটিং লাইন আপে ধ্বস নামান তিনি।
অস্ট্রেলিয়ার ইনিংসে সাকিব একে একে তিনি ম্যাথু ওয়েড, অ্যাস্টন টার্নার ও নাথাল এলিসের উইকেট শিকার করেছেন। অস্ট্রেলিয়ার সবশেষ উইকেট এডাম জাম্পাকেও তুলে নিয়েছেন তিনি। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অজিদের ইনিংসের শুরুর দিকে বাংলাদেশের গলার কাঁটা হয়ে ওঠছিলেন অধিনায়ক ম্যাথু ওয়েড। ক্রিজে টিকে থেকে কখনও কখনও বল আছরে ফেলছিলেন গ্যালারিতেও। ভয়ঙ্কর হয়ে ওঠা সেই ওয়েডকে ফেরান সাকিব আল হাসান।
এই সিরিজে অস্ট্রেলিয়ায় বিপক্ষে সব মিলিয়ে সাকিব শিকার করেছেন ৭ উইকেট। যার গড় ১৮.১৪ ও ইকোনমি রেট ৬.৪৫।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। এই তালিকায় সবার উপরে শ্রীলংকার সাবেক ক্রিকেটার লাসিথ মালিঙ্গা। এই ফরম্যাটে তার শিকার ১০৭ উইকেট। মালিঙ্গা অবশ্য সাকিবের সমান ৮৪ ম্যাচেই সেরার আসনটি দখল করে রেখেছেন। নিউজিল্যান্ডের টিম সাউদির ৮৩ ম্যাচে উইকেট ৯৯টি, পাকিস্তানের শহীদ আফ্রিদি নিয়েছেন ৯৮ উইকেট।
এই সিরিজে সাকিব একাধারে ম্যাচ সেরা ও সিরিজ সেরাও হয়েছেন। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে তার সিরিজ সেরার সংখ্যাটা এখন ১৬। এই তালিকায় শচীন টেন্ডুলকার ২০ বার সিরিজ সেরার পুরস্কার নিয়ে সবার উপরে অবস্থান করছেন। বিরাট কোহলি সিরিজ সেরা হয়েছেন ১৯ বার।
এসএইচ-৩০/০৯/২১ (স্পোর্টস ডেস্ক)