ভারতের বিপক্ষে খেলতে মুখিয়ে বাবর

ভারতের

ক্রিকেটের বাইশ গজে চিরবৈরী দুই দেশ ভারত ও পাকিস্তান দ্বৈরথ মানেই অন্যরকম উত্তেজনা। আর তা যদি হয় বিশ্বকাপের মঞ্চে তাহলে তো কথাই নেই। দুই দেশের এই মহারণে সারাবিশ্ব তাকিয়ে থাকে। মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। জানা গেছে, বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৪ অক্টোবর।

ভারতের সঙ্গে ম্যাচটি নিয়ে পাক অধিনায়ক বাবর আজম বলেন, ‘দুই দলের ম্যাচটি নিয়ে সবার উত্তেজনা টের পাচ্ছি। আমরাও ভারতের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামতে মুখিয়ে আছি। আমাদের খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় নিজেদের মেলে ধরতে চায়। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে আবারো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি প্রথমবারের মতো আইসিসির কোনো বড় আসরে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছি। একজন খেলোয়াড় হিসেবে দেশের জন্য আবারো গর্ব বয়ে আনতে চাই।’

সবশেষ ২০১৭ সালে আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্টের শিরোপা জিতেছিল পাকিস্তান। সেবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান। এর আগে ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতেছিল তারা। এরপর থেকে আর সফলতার মুখ দেখেনি দলটি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারো ট্রফি জিততে চান পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

এক ভিডিও বার্তায় পাক অধিনায়ক বলেন, ‌‘দলের সব খেলোয়াড় দারুণ উৎসাহ নিয়ে অপেক্ষা করছে। আমাদের জন্য উপযুক্ত কন্ডিশন এবার। নিজেদের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করার সুযোগ আমাদের সামনে।‌’

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শুরু হতে এখনো দুই মাস বাকি। এর আগে নিজেদের প্রস্তুত করতে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। কিউইদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে দুটি টি-টোয়েন্টি।

বিশ্বকাপের আগে এই সিরিজ দুটোকে কাজে লাগাতে চান পাকিস্তানের অধিনায়ক। দলের ভুলগুলো খুঁজে তা সমাধান করতে চান তিনি।

বাবর আজম বলেন, ‌‘টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণার বিষয়টি প্রস্তুতিতে এক ধাপ এগিয়ে দিয়েছে আমাদের। বিশ্বকাপের আগে সব ম্যাচ জিততে চাই আমরা। জয়ের এই ধারাবাহিকতা আরব আমিরাতেও যেন ধরে রাখতে পারি তার চেষ্টা থাকবে।‌’

এদিকে দেশের মাটিতে ক্রিকেট নিষিদ্ধ হওয়ার পর বিকল্প ভেন্যু হিসেবে গত এক যুগ ধরে সংযুক্ত আরব আমিরাতকেই ব্যবহার করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর তাই সেখানকার কন্ডিশন একেবারেই নখদর্পণে বাবর আজমদের। যে কারণে আগামী অক্টোবরে আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে নিজেদের ঘরের টুর্নামেন্ট বলে দাবি করছেন পাক অধিনায়ক।

মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের গ্রুপ-২ তে পাকিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও বাছাইপর্ব পেরিয়ে আসা দুই দল।

এসএইচ-১০/১৮/২১ (স্পোর্টস ডেস্ক)