যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বিভিন্ন ছবি দেখলে সহজেই বুঝা যায়, কতটা ফুরফুরে মেজাজে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। এবার তেমনি একটি ছবি প্রকাশ্যে আসায় ভালোবাসায় সিক্ত হলেন সাকিব-শিশির দম্পতি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের বিভিন্ন সময়ের ছবি হরহামেশাই শেয়ার করে থাকেন সাকিব ও তার স্ত্রী শিশির। তাদের পারিবারিক নানা কর্মকাণ্ডের এসব ছবি সাড়াও ফেলে দেয়।
রোববার সাকিবপত্নী উম্মে শিশির এমনই একটি ছবি শেয়ার করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে। ছবিতে দেখা যায়, তারা দুইজন বসে আছেন মুখোমুখি। ছবি পোস্ট করে শিশির লিখেছেন, ‘তিনি (সাকিব) যখন আমাকে জিজ্ঞাসা করলেন যে রাতে ডেটিংয়ে যাব কিনা, আমি হ্যাঁ বলে দিলাম।’
ছবির নিচে মন্তব্য বাক্সে অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। হাজার হাজার লাইক, কমেন্টের বন্যায় ভাসছে শেয়ার করা ওই পোস্ট।
ইন্টারন্যাশনার ক্রিকেট কাউন্সিলের (আইসিসির) নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর পুরনো সেই ছন্দটা যেন খুঁজে পাচ্ছিলেন না সাকিব! বিশ্বসেরা অলরাউন্ডার কি তবে হারিয়ে যাচ্ছেন, এমন শঙ্কার কথাও শোনা যাচ্ছিল অনেকের মুখে।
কিন্তু জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সাকিব সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন পারফরম্যান্স দিয়েই। শুধু পারফরম্যান্স কেন, মাঠে তার উপস্থিতিও এখন আগের চেয়ে বেশি প্রাণবন্ত, তরুণদের জন্য প্রেরণাদায়ক।
এসএইচ-০১/২২/২১ (স্পোর্টস ডেস্ক)