আর ক’দিন পরই মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে দু’দল। ৬ সেপ্টেম্বর মুখোমুখি হবে লাতিন ফুটবলের এই দুই জায়ান্ট।
ইতোমধ্যে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দলও ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। তবে ম্যাচের আগে দুশ্চিন্তা বেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলে। ঘোষিত দলের সব সদস্যকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশ্বকাপ বাছাইয়ে এখনো বাকি তিনটি ম্যাচ। তবে কি তারকা ফুটবলারদের ছাড়াই মাঠে নামতে হবে তাদের? এ প্রশ্নের উত্তরই খুঁজে বেড়াচ্ছেন সেলেসাও কোচ তিতে।
কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতার কারণে ম্যানচেস্টার সিটি তাদের দুই ব্রাজিলিয়ান ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস ও এডারসনকে ছাড়তে চাইছে না। এছাড়া লিভারপুলে খেলা সেলেসাও গোলরক্ষক এলিসন বেকারকে পাওয়া নিয়েও আছে অনিশ্চয়তা। ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ সূত্রে এমনটাই জানা গেছে।
কোভিড পরিস্থিতির কারণে ইউরোপে লাল তালিকাভুক্ত হিসেবে আছে বেশকিছু দেশ। এর মধ্যে আছে ব্রাজিলও। দেশটি থেকে ফিরলে সরকারের নির্ধারিত হোটেলে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে ব্রাজিলিয়ান ফুটবলারদের। আর এ কারণে লেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জেসুস ও এডারসনকে পাবে না ম্যানসিটি। তাই কোয়ারেন্টাইনের বিষয়টি সমাধান না হলে এই দুই ফুটবলারকে সিটির ছাড়ার সম্ভাবনা কম।
এদিকে মাঠের লড়াইয়ে নামার আগেই একের পর এক দুঃসংবাদে পর্যুদস্ত আর্জেন্টিনা শিবিরও। দলের অন্যতম ভরসা লুকাস আলারিও অনেক আগে থেকেই মাঠের বাইরে আছেন। এছাড়া কোপা আমেরিকা জয়ের পর চোটে পড়েছেন সার্জিও আগুয়েরো, লাওতারো মার্টিনেজ ও পাওলো দিবালারা।
বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে সোমবার ৩০ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। প্রায় তিন বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন পাওলো দিবালা। মেসি থাকলেও ইনজুরির কারণে স্কোয়াডে রাখা হয়নি সার্জিও আগুয়েরো ও মাউরো ইকার্দিকে।
অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য গত ১৪ আগস্ট ২৫ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। দলে ফিরেছেন দানি আলভেস।
বিশ্বকাপ বাছাইয়ে ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে ব্রাজিল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা এখন কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে। ৬ ম্যাচের মধ্যে তারা তিনটিতে জয় ও তিনটিতে ড্র করেছে।
এসএইচ-১২/২৪/২১ (স্পোর্টস ডেস্ক)