অনলাইন শপ দারাজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ ফেসবুক লাইভের আয়োজন করা হয় রোববার সন্ধ্যা ৭ টায়। যে লাইভে অতিথি হিসেবে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া পুরো আয়োজনটি উপস্থাপনা করেন শ্রাবণ্য তৌহিদা।
এদিনের আলাপে সাকিবের ব্যক্তিগত বিষয় ছাড়াও উঠে আসে বাংলাদেশের আসন্ন নিউজিল্যান্ড সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গও।
উপস্থাপকের এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘খারাপ সময়ে বাইরের কোনো কথায় কান না দিয়ে, বরং নিজের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া উচিত। আর ভালো সময়টাকে সব সময় ঠিক মতো কাজে লাগানো উচিত।’
ই-কমার্স প্রতিষ্ঠানের লাইভে অতিথি হয়ে আসলেও সাকিবের মুখে সারাক্ষণেই ছিল বাংলাদেশের ক্রিকেট নিয়ে নানা পরিকল্পনার কথা। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ নিয়ে বিশ্বসেরা এই ক্রিকেটার বলেন, ‘দ্বিতীয় কিংবা তৃতীয় সারি প্রতিপক্ষ হিসেবে যারাই থাকুক না কেন, আমাদের মাথায় রাখতে হবে, নিউজিল্যান্ড জাতীয় দল আসছে। আর সেভাবেই আমাদের প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে।’
আরও বলেন, ‘তরুণ এবং অভিজ্ঞদের সমন্বয়ে একটা দল গড়া হয় সব সময়। সবার কন্ট্রিবিউশন থাকাটা গুরুত্বপূর্ণ। একটা ম্যাচে যখন সবাই সেরাটা দিয়ে খেলে তখন যে কোনো ম্যাচই জেতা সম্ভব। আমাদের ক্রিকেটাররা সবাই এখন দলে ভালো পারফরম্যান্স করার চেষ্টা করছে। আর এজন্যই আমরা জিততে পারছি।’
এদিন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও পরিকল্পনার কথা জানান টিম টাইগার্সের অন্যতম এই ভরসা। সাকিব বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমেই আমাদের বাছাইপর্ব ভালোভাবে উতরে যেতে হবে। যেহেতু বিশ্বকাপ আসর। এখানে কোনো ভুল করলে কামব্যাক করার সুযোগ কম। আর কোনো বড় দল ছোট দল থাকবে না এখানে। সবাই ভালো দল। যার যার জায়গা থেকে সেরাটা দিতে পারলে, আমরা আশা করি দলগতভাবে ভালো ফলাফল করতে পারবো।’
দলের নতুন খেলোয়াড়দের নিয়েও সম্ভাবনার কথা বলেন সাকিব। তিনি বলেন, ‘দলে এখন নতুন যারাই এসেছেন সবাই অনেক প্রতিভাবান। তারা সবার মধ্যে ট্যালেন্ট আছে বলেই তারা এখন জাতীয় দলে খেলছে। তারা সবাই ভালো।’
এছাড়া বাংলাদেশের উইকেটকিপিং প্রসঙ্গ নিয়েও নিজের মত প্রকাশ করেন সাকিব। তিনি বলেন, ‘উইকেটকিপিং এ কে থাকবে সেটা আসলে ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন, কোচরাই ভালো বলতে পারবে। যেই থাকুক সে নিশ্চয়ই ভালো করার চেষ্টা করবেন। যেখানে বা যে পজিশনে কম্পিটিশন বেশি থাকে বা চ্যালেঞ্জটা বেশি থাকে সেটা খেলোয়াড়দের জন্য ভালো হয়। খেলোয়াড়রা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করে।’
এসএইচ-০৮/২৯/২১ (স্পোর্টস ডেস্ক)