পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানোর পর থেকেই যেন তর সইছিল না। অবশেষে সুযোগও পেয়ে গেলেন। আর তাই নির্ধারিত সময়ের আগেই শুক্রবার ম্যানচেস্টারে পা রাখলেন পর্তুগিজ রাজপুত্র।
মাঝে একাধিকবার লন্ডন কিংবা ঐতিহাসিক ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তখন তার গায়ে ছিল অন্য ক্লাব কিংবা দেশের জার্সি। দীর্ঘ এক যুগ পর ম্যনইউর ফুটবলার হিসেবেই প্রত্যাবর্তন হলো তার।
গেল সপ্তাহে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে দুটি গোল করে পর্তুগালকে জিতিয়েছিলেন রোনালদো। সেই সঙ্গে আলি দাইয়ীকে টপকে সর্বকালের সেরা গোলদাতাও হয়ে গেছেন। কিন্তু দ্বিতীয় গোলের পর উচ্ছ্বাসের চোটে জার্সি খুলে ফেলেন পর্তুগিজ তারকা, যে কারণে তাকে হলুদ কার্ড দেখতে হয়। আর তাই আজারবাইজানের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারবেন না সিআরসেভেন।
তবে পুরনো ক্লাবের জার্সি গায়ে খেলার জন্য রোনালদো এতটাই উদগ্রীব যে, সময় নষ্ট না করে বেশ কিছুদিন আগেই চলে এলেন পুরনো ডেরায়। জাতীয় দলের অনুমতি নিয়েই শিবির ছাড়েন তিনি। আগামী সপ্তাহ থেকে অনুশীলন শুরুর কথা রয়েছে তার।
আগামী ১১ সেপ্টেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নিউক্যাসলের বিপক্ষে ম্যাচ রয়েছে ম্যানইউ’র। মনে করা হচ্ছে, সেই ম্যাচেই পরিচিত সেই লাল জার্সিতে দেখা যাবে রোনালদোকে।
অনেক নাটকীয়তার অবসান ঘটিয়ে গত ২৭ আগস্ট য়্যুভেন্তাস ছেড়ে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে দুই বছরের চুক্তিতে ফিরেছেন রোনালদো। রেড ডেভিলদের চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে তার যোগ দেওয়ার গুঞ্জন চড়াও হয়েছিল। এরপরই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে ঘরে ফেরাতে মরিয়া হয়ে উঠে ইউনাইটেড কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত রোনালদোও সাড়া দিয়ে ঘরেই ফেরেন।
২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইউনাইটেডের জার্সিতে আলো ছড়িয়ে রেকর্ড ট্রান্সফার ফিতে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো। এরপর স্পেনের সফলতম দলটিকে বিদায় বলে ২০১৮ সালে পাড়ি জমিয়েছিলেন য়্যুভেন্তাসে। এরপর শুক্রবার (২৭ আগস্ট) রেড ডেভিলদের সঙ্গে সমঝোতায় আসেন পর্তুগিজ মহাতারকা। দুই বছরের চুক্তিতে তিনি ১২.৮৫ মিলিয়ন পাউন্ডে ইংল্যান্ডের ক্লাবটিতে এসেছেন। সঙ্গে থাকছে এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর শর্তও।
ইংলিশ ক্লাবটির জার্সিতে নিজের প্রথম মেয়াদে ২৯২ ম্যাচে ১১৮ গোল করেছিলেন পর্তুগিজ মহাতারকা। জিতেছিলেন ৯টি শিরোপা। এবার কি তিনি দ্বিতীয়বার একই কীর্তি গড়তে পারবেন?
এদিকে জানা গেছে, ম্যানচেস্টার ইউনাইটেডে ৭ নম্বর জার্সিই পরবেন ক্রিস্টিয়ানো রোনালদো। এডিনসন কাভানি পরবেন ২১ নম্বর জার্সি। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) টুইট করে জানিয়েছে ইংলিশ ক্লাব কর্তৃপক্ষ।
অনেকেই ধারণা করেছিল ইউনাইটেডে হয়তো ২৮ নম্বর জার্সি পরবেন। কারণ ক্যারিয়ারের শুরুতে স্পোর্টিং লিসবনে এই জার্সিতেই শুরু হয় তার ক্যারিয়ার। আর ইউনাইটেডেও এই নম্বর এখন পর্যন্ত কোনো ফুটবলার নেননি। তবে ড্যানিয়েল জেমসের দলবদলে আগেই খুলে যায় সব জট।
এসএইচ-১৫/০৪/২১ (স্পোর্টস ডেস্ক)