বাংলাদেশে এসে করোনা আক্রান্ত হয়েছেন আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের তিন ক্রিকেটার। তারা সবাই আইসোলেশনে আছেন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫টি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। দুই ধাপে গত ৪ ও ৫ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছে তারা। ঢাকা থেকে সিলেট গিয়ে ৩ দিনের কোয়ারেন্টাইন পালন করছে সফরকারী যুবারা। কিন্তু এরইমধ্যে এসেছে দুঃসংবাদ। রুটিন করোনা পরীক্ষায় তিন ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
মঙ্গলবার আফগানিস্তান যুব ক্রিকেট দলের স্টাফ, ম্যানেজমেন্ট আর ক্রিকেটারদের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। সেখানে তিনজনের পরীক্ষার ফল পজিটিভ এসেছে। প্রটোকল অনুযায়ী হোটেলেই আইসোলেশনে আছেন তারা। তবে বাংলাদেশে পৌঁছে প্রথম করোনা পরীক্ষায় তাদের সবার নেগেটিভ এসেছিল।
এর আগে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটির ক্রিকেট নিয়ে দেখা দেয় নানা অনিশ্চয়তা। ৩১ আগস্ট বাংলাদেশে সফরে আসার কথা থাকলেও ভিসা জটিলতায় পিছিয়ে যায় সফর। তবে সব শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত বাংলাদেশে পৌঁছেছে আফগানরা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ খেলবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ওয়ানডে সিরিজ শুরু হবে ১০ সেপ্টেম্বর। এরপর ১২ সেপ্টেম্বর দ্বিতীয়, ১৪ সেপ্টেম্বর তৃতীয়, ১৭ সেপ্টেম্বর চতুর্থ এবং ১৯ সেপ্টেম্বর শেষ ওয়ানডে মাঠে গড়াবে। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে।
সিরিজ শেষে ২৬ সেপ্টেম্বর ঢাকায় ফিরে ২৭ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে আফগান যুবাদের।
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ স্কোয়াড:
সুলিমান আরবজাই, সুলিমান সাফি, বিলাল সায়েদী, বিলাল আহমেদ তারিন, কামরান হোটাক, নানগেয়ালিয়া খান, ইয়ামা আরব, ফয়সাল খান আহমেদজাই, মোহাম্মদ ইশাক জাজাই, ইজাজ আহমেদ আজাদ, জাহিদুল্লাহ সালিমি, মোহাম্মদউল্লাহ নাজিবউল্লাহ, ইজাজ আহমেদ আহমেদজাই, ইজহারউল্লাহ নাভিদ, শহীদ হাসানি, সাবাউন বানুরি, বিলাল সামি, মোহাম্মদ নাভিদ জাদরান ও আল্লাহনুর নাসেরি।
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফরের সূচি:
১ম ওয়ানডে: ১০ সেপ্টেম্বর।
২য় ওয়ানডে: ১২ সেপ্টেম্বর।
৩য় ওয়ানডে: ১৪ সেপ্টেম্বর।
৪র্থ ওয়ানডে: ১৭ সেপ্টেম্বর।
৫ম ওয়ানডে: ১৯ সেপ্টেম্বর।
একমাত্র চারদিনের ম্যাচ: ২২-২৫ সেপ্টেম্বর।
এসএইচ-২০/০৭/২১ (স্পোর্টস ডেস্ক)