বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হার।

মঙ্গলবার ওমানের কাছেও একই পরিণতি হলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্ব থেকেই বিদায় হয়ে যাবে বাংলাদেশের।

আল আমেরাতে বাঁচা-মরার এই লড়াইয়ে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ওমানের বিপক্ষে একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। সৌম্য সরকারের জায়গায় একাদশে ঢুকেছেন মোহাম্মদ নাঈম শেখ।

এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ-ওমান মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে ডিএল মেথডে বাংলাদেশ জয়লাভ করে ৫৪ রানে।

বাংলাদেশের একাদশ

নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

এসএইচ-২৪/১৯/২১ (স্পোর্টস ডেস্ক)