রাতে নামছে পিএসজি, খেলবেন মেসি?

বিরতি শেষে আবারও চ্যাম্পিয়ন্স লিগের জমজমাট লড়াই শুরু হচ্ছে। পার্ক দে প্রিন্সেসে ক্লাব ব্রুগার বিপক্ষে মাঠে নামছে প্যারিস সেইন্ট জার্মেই। এছাড়া রেড বুল অ্যারেনায় আরবি লাইপজিগের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায়।

পার্ক দে প্রিন্সেসে ক্লাব ব্রুগাকে আতিথ্য দেবে পিএসজি। কাগজে কলমে এগিয়ে থাকলেও, আসরের প্রথম দেখায় ব্রুগার মাঠে জয় নিয়ে ফিরতে পারেনি পিএসজি। ১-১ গোলে ড্র হয়েছিল ম্যাচটি। তাই এ ম্যাচে বাড়তি সতর্ক থাকতেই হচ্ছে পচেত্তিনোর শিষ্যদের।

ইনজুরি কাটিয়ে দলে ফিরলেও এ ম্যাচে বিশ্রামে রাখা হতে পারে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। ইনজুরির কারণে নেই নেইমারও। আর রামোসও মাঠের বাইরে। তাই এমবাপ্পে, ডি মারিয়া, ইকার্দিদের ওপরই শেষ ভরসা প্যারিসিয়ানদের।

অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের টিকিট আগেই নিশ্চিত হয়ে গেছে ম্যানচেস্টার সিটির। এবার গ্রুপ পর্বের নিয়ম রক্ষার ম্যাচে, সিটিজেনদের প্রতিপক্ষ আরবি লাইপজিগ। যারা কিনা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে ক্লাব ব্রুগাকে হারিয়ে আছে ফুরফুরে মেজাজে।

অন্যদিকে, ম্যান সিটিও আছে দুর্দান্ত ফর্মে। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ম্যাচে পিএসজিকে হারিয়ে তারাও উড়ছে। এছাড়া আসরে খেলা শেষ ৫ ম্যাচের চারটিতেই তাদের আছে জয়।

এদিকে, হেড টু হেড পরিসংখ্যান কথা বলছে ম্যানচেস্টার সিটির পক্ষে। শেষ দেখাতেও লাইপজিগের বিপক্ষে ৬-৩ ব্যবধানের জয় আছে তাদের। ফলে লাইপজিগের মাঠে খেলা হলেও, আত্মবিশ্বাসে এগিয়ে থাকবে পেপ গার্দিওলার দল।

এ ম্যাচের আগে ম্যান সিটি শিবিরে একমাত্র ইনজুরি সমস্যা ফেরান তোরেসের। তাই এ ম্যাচে দেখা যাবে না তাকে। তবে পেপ গার্দিওলার জন্য সুসংবাদ হলো ইনজুরি কাটিয়ে ফিরেছেন ডি ব্রুইনা, ফিল ফোডেন, জ্যাক গ্রিলিশরা।

ফলে এ ম্যাচে সেরা একাদশ সাজাতে কোন চিন্তাই করতে হবে না কোচকে। কারণ গ্যাব্রিয়েল জেসুস, রিয়াদ মাহরেজ, গুন্ডোগানরা আছেন ছন্দে। তাই বলাই যায় এ ম্যাচে জয়ের পাল্লাটা ভারী থাকবে ম্যান সিটির পক্ষেই।

এসএইচ-২৭/০৭/২১ (স্পোর্টস ডেস্ক)