দল থেকে বাদ পড়ে যা বললেন ব্রড

প্রায় এক যুগের বেশি সময় ধরে ইংল্যান্ডের পেস বোলিং সামলাচ্ছেন ব্রড এবং অ্যান্ডারসন। তবে ফিট থাকা সত্ত্বেও অ্যাশেজের প্রথম টেস্টে জায়গা হয় নি অভিজ্ঞ এই দুই ইংলিশ বোলারের।

তবে ইংল্যান্ডের নির্বাচকরা বলেছেন, লম্বা সিরিজের জন্যই প্রথম ম্যাচে বাদ দেয়া হয়েছে এই দুই বোলারকে। তবে এতে বেশ হতাশ হয়েছেন স্টুয়ার্ট ব্রড।

দীর্ঘ প্রস্তুতির পরও অ্যাশেজের প্রথম টেস্ট থেকে বাদ পড়ায় হতাশ ব্রড। তবে দল থেকে বাদ পরার পরও অবাক নন তিনি। ব্রড বলেন, ‘এর আগে অনেক সময় আমাকে বাদ দেওয়া হয়েছে এবং মাঝে মাঝে এটি সত্যিকারের বিস্ময় হয়ে এসেছে।

সেই তুলনায় (ব্রিজবেন টেস্টে দলে না থাকা) কম বিস্ময়কর ছিল, কারণ পায়ের পেশির চোটের কারণে ভারতের বিপক্ষে সবশেষ সিরিজে আমি দলে ছিলাম না।’

এদিকে ব্রড স্বীকারও করেন কোন ফাস্ট বোলারের জন্য পাঁচটি টেস্ট খেলা সম্ভব নয়। ৩৫ বছর বয়সী ইংলিশ বোলার বলেন, ‘(ব্রিজবেনে) খেলতে না পেরে সত্যিই আমি হতাশ হয়েছিলাম। কিন্তু আমি এটাও বুঝতে পারছি যে এটি একটি ম্যারাথন, স্প্রিন্ট নয়। এবারের মতো ঠাসা সূচিতে টানা পাঁচটি টেস্ট ম্যাচ কখনও হয়নি এবং এটি ক্লান্তিকর হবে, তাই বাস্তবসম্মতভাবে আমার মনে হয় না কোনো পেসারই সবকটি টেস্ট খেলতে পারবে।’

সিরিজের বাকি ম্যাচগুলি খেলতে চান ব্রড। তবে তাকে ছাড়াই যদি দল ভালো করে তবে তাতে দ্বিধা নেই তার। ব্রড বলেন, ‘আমি কি বিশেষ কিছু করার সুযোগ নিয়ে পঞ্চম টেস্টে হোবার্টে মাঠে নামতে চাইব? অবশ্যই। তার আগে যদি আমার খেলার প্রয়োজন না হয়, তার মানে আমরা খুব ভালো কিছু করতে পেরেছি।’

আগামী বৃহস্পতিবার অ্যাডিলেডে শুরু হবে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। দিবা-রাত্রির এই ম্যাচ দিয়ে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় ইংল্যান্ড।

এসএইচ-৩২/১২/২১ (স্পোর্টস ডেস্ক)