অ্যাশেজে লজ্জার রেকর্ড ইংল্যান্ডের, সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

ইংল্যান্ডকে মাত্র ৬৮ রানে অলআউট করে ২ ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ নিজেদের করে নিলো স্বাগতিক অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজে দুই দলের মধ্যে ৮৫ বছর পর (১৯৩৬ সালে) সর্বনিম্ন রানে অলআউট হলো ইংল্যান্ড। এত কম রানে অস্ট্রেলিয়ার মাটিতে ১৯০৪ সালের পর আর অলআউট হয়নি ইংলিশরা।

বক্সিং ডে টেস্পে প্রথম ব্যাট করতে নেমে প্রথম ইনিংসেই ১৮৫ রান করে ইংল্যান্ড। জবাবে অস্ট্রেলিয়ার ব্যাটাররাও ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে। স্বাগতিকরা সংগ্রহ করে ২৬৭।

দ্বিতীয় ইনিংসে ইংলিশদের সর্বোচ্চ রান এসেছে অধিনায়ক জো রুটের (২৮) ব্যাট থেকেই। ৬৮ রানে ইংলিশরা থেমে যাওয়ায় ইনিংস ও ১৪ রানের ব্যবধানে জয় তুলে নিলো অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ ওভার বল করে ৭ রানে ছয় উইকেট তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড। প্রথম ইনিংসে পেয়েছেন ১ উইকেট। মেলবোর্ন টেস্টেই অভিষেক হয়েছিল এ খেলোয়াড়ের।

এসএইচ-১৬/২৮/২১ (স্পোর্টস ডেস্ক)