নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়া জয় বাংলাদেশের

বুধবার বাংলাদেশে তখনো ভোরের আলো ফুটেনি। এরই মধ্যে তাসমান পাড়ের দেশ নিউজিল্যান্ডের মাটিতে লাল-সবুজের নতুন সূর্যোদয় হয়েছে।

নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়া এক জয় পেয়েছে বাংলাদেশ। কিউইদের মাটিতে এর আগে কোনো ফরম্যাটেই জিততে পারেনি টাইগার বাহিনী। সেই গেরো কাটল ক্রিকেটের অভিজাত সংস্করণ দিয়েই, তাও আবার ৮ উইকেটের বড় ব্যবধানে। দেশের ক্রিকেটের সেরা অর্জন বললেও কম বলা হবে।

মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টের চতুর্থ দিন শেষেই যখন বাংলাদেশের জয়ের সম্ভাবনা জেগেছিল, তখন থেকেই ভক্ত-সমর্থকদের অনেকেই জয়ের ঐতিহাসিক মুহূর্তটি স্মরণীয় করে রাখতে নির্ঘুম রাত কাটিয়েছেন। এ ছাড়া অনেকে পঞ্চম দিনের শুরু থেকেই অর্থাৎ বাংলাদেশ সময় ভোর চারটায় যখন ম্যাচ শুরু হয়েছিল, তখন থেকেই টিভি পর্দায় চাতক পাখির মতো প্রতীক্ষায় ছিল।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর সোশ্যাল মিডিয়াগুলোতে যেন অভিনন্দনের ঝড় উঠে। বিশ্বসেরা ক্রিকেট কিংবদন্তিরা যেমন কুর্নিশ জানাতে ভোলেননি লাল-সবুজ জার্সিধারীদের। এ ছাড়া টাইগার ক্রিকেটার সাকিব-তামিমরাও সক্রিয় ছিলেন বিভিন্ন প্ল্যাটফর্মে। ঐতিহাসিক জয়ের সেই মুহূর্তটি শেয়ার করেছে সমর্থকরাও।

কিন্তু যাদের সবার আগে উদযাপন করার কথা, তারা ছিলেন গভীর ঘুমে! বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে গৌরবময় টেস্ট জয়ের প্রায় তিন ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পরও বিসিবির টুইটার কিংবা ফেসবুক থেকে কোনো আপডেট দেওয়া হয়নি। অন্যদিকে, নিউজিল্যান্ড টেস্ট ম্যাচটি হারলেও তাদের টুইটার হ্যান্ডল তুলনামূলক অনেক সক্রিয় ছিল।

এদিকে, অনেক সমর্থকের নজরেও এসেছে বিষয়টি। আর তাই তারা প্রশ্নও তুলেছেন যে, এই যদি হয় অবস্থা তাহলে বিসিবির সোশ্যাল প্ল্যাটফর্মগুলোই বা রাখার কী দরকার।

ভেরিফায়েড ফেসবুক পেজে ‘সাকিবের ঘাড়ে শহিদুলের মাথা’ বসিয়ে কদিন আগেই ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল বিসিবি। একবিংশ শতকে এসেও যেন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিল সোশ্যাল সাইটেও বাংলার ক্রিকেট বোর্ডের উদাসীনতার কথা।

তারপর সময় অনেক গড়িয়েছে, শোনা গেছে আশ্বাসের বাণীও। পরিবর্তন এসেছে বিসিবির মিডিয়া কমিটিতে। দায়িত্ব নিয়েই এখানে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন এই কমিটির চেয়ারম্যান তানভীর টিটু। ঢেলে সাজানোর আশ্বাস দেন ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটগুলোও।

বলা হয়, সামাজিক প্লাটফর্মে বিসিবির নানা সমালোচিত কর্মকাণ্ডের ইতি টানতে চায় নবনির্বাচিত কমিটি। মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর টিটু বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে ঢেলে সাজানো হবে বিসিবির স্যোশাল ওয়েবসাইট। তিনি বলেছিলেন, ‘আমাদের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলো আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে। যাতে এক জায়গাতেই সবকিছু পাওয়া হাতের নাগালে পাওয়া যায়।’

কিন্তু সেই আন্তর্জাতিক মান দূরে থাক, আপ-টু-ডেট থাকবে কখন থেকে সেটি দেখার অপেক্ষায়!

এসএইচ-০১/০৫/২২ (স্পোর্টস ডেস্ক)