শিথিল করা হতে পারে বিপিএলের দর্শকসংখ্যা

দেশের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় বিপিএলে গ্যালারিতে দর্শক উপস্থিতি নিয়েও ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দর্শকরা মাঠে বসে খেলা দেখতে পারবেন কি না এ বিষয়ে সরকারি দিকনির্দেশনার দিকে তাকিয়ে আছে বোর্ড- জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস। বিপিএলে ঢাকা ফ্র্যাঞ্চাইজির স্পন্সর নিয়েও সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছে সংগঠন।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের তাণ্ডবে কাঁপছে পুরো বিশ্ব। তবে বাংলাদেশে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে। ওমিক্রনের বিস্তার ঠেকাতে নানা সুপারিশ করেছে পরামর্শক কমিটি। এমন পরিস্থিতিতেই দুই সপ্তাহ পর শুরু হবে বিপিএল। করোনাকালে ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম আসর। দর্শক-সমর্থকদেরও উত্তেজনা তুঙ্গে। পূর্ব ঘোষণা অনুযায়ী মাঠে দর্শক প্রবেশের সুযোগ রেখেছিল বিসিবি। এখনো নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি বোর্ড। তবে সরকারের নির্দেশনায় সেখানেও আসতে পারে পরিবর্তন।

জালাল ইউনুস বলেন, ‘সরকারের সঙ্গে যে আলাপ-আলোচনা হয়েছিল সেখানে আমরা ৫০ ভাগ দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার চিন্তা-ভাবনা করেছিলাম। কিন্তু এখন যদি সরকার মনে করে যে, ওমিক্রন ছড়ানোর সম্ভাবনার কারণে আমাদের আরও নির্দেশনা মানতে তবে আমরা রাজি। আলাপ-আলোচনা চলছে, পরিস্থিতির ওপর নির্ভর করচে সবকিছু, দেখা যাক আগামী দশ দিনের অবস্থা কি হয়।’

তারকার মেলা বসেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজিতে। তবে এখনো তারা পায়নি কোনো স্পন্সর। যদিও আসর শুরুর আগেই মাশরাফির দলের নতুন মালিকানা খুঁজে পেতে আলোচনা করছে বিসিবি। এ সম্পর্কে জালাল ইউনুস বলেন, ‘প্রায় দুই তিনজনের সঙ্গে আলোচনা হয়েছে। তারা যৌথভাবে স্পন্সর করতে চাচ্ছে। আপনাদের আগামী দু-একদিনের মধ্যে এ ব্যাপারে নিশ্চিত করতে পারব।’

বৈশ্বিক মহামারির জন্য বাধাগ্রস্ত হচ্ছে খেলাধুলা। সম্প্রতি ক্রিকেটের বেশকিছু ইভেন্ট চলাকালীন করোনা আক্রান্ত হন ক্রিকেটার-কোচ- সাপোর্ট স্টাফরা। বিপিএলে এমন পরিস্থিতি সামনে আসলে করণীয় ভেবে রেখেছে বিসিবিও। জালাল ইউনুসের মতে, ‘আইসিসির বিধিনিষেধ আছে। খেলার কোনো প্লেয়িং মেম্বার করোনা আক্রান্ত হলে তাকে আইসোলেট করে নেওয়া। যদি চারজন বা পাঁচজন এমনভাবে করোনা ছড়িয়ে যায় তবে আরেকটা প্রটোকল আছে। আমরাও সেই প্রটোকল ফলো করব।’

এসএইচ-০৭/০৯/২২ (স্পোর্টস ডেস্ক)