বিপিএল খেলতে ১০ কেজি ওজন কমালেন মাশরাফী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ফ্রাঞ্চাইজিগুলোর ফার্স্ট চয়েজ ছিলেন না মাশরাফী বিন মোর্ত্তজা। তবে পরে প্লেয়ার্স ড্রাফট থেকে জাতীয় দলের সাবেক ও বিপিএল ইতিহাসের সফল এ অধিনায়ককে দলে ভেড়ায় মিনিস্টার গ্রুপ ঢাকা।

মাশরাফীর পাশাপাশি পঞ্চপাণ্ডবের আরও দুই পাণ্ডব তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদকে দলে ভিড়িয়েছে তারা। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট তথা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে প্রথমবারের মতো একসঙ্গে খেলবেন তারা। এ তিনজনের রসায়নে ঢাকাও এবার করতে পারে অনন্য কীর্তি। তিন ক্যাটাগরিতে তিনজনই যে সেরার কাতারে।

এদিকে, সোমবার নিজেদের জার্সি উন্মোচন অনুষ্ঠানে ম্যাশকে নিয়ে আশার কথাই শুনিয়েছেন ঢাকার কোচ মিজানুর রহমান বাবুল। দীর্ঘ সময় খেলার বাইরে থাকলেও নড়াইল এক্সপ্রেসকে নিয়ে আশাবাদী ঢাকা।

এছাড়া ফিটনেস নিয়ে নতুন তথ্যও দিয়েছেন এই কোচ। মিজানুর রহমান বাবুল বলেন, ‘এ বছর বিপিএল খেলতে সে ১০ কেজি ওজন কমিয়েছে।’

এদিকে, অধিনায়ক হিসেবে দেশের ক্রিকেটে মাশরাফী-তামিম-মাহমুদউল্লাহ তিনজনেরই আছে মর্যাদাপূর্ণ অবস্থান। আর তাই প্লেয়ার্স ড্রাফটের পর থেকেই প্রশ্ন উঠেছিল- ঢাকার অধিনায়কত্ব কে পাচ্ছেন?

দেশের সর্বকালের সেরা অধিনায়কের পাশাপাশি বিপিএল ইতিহাসেরও সফলতম অধিনায়ক মাশরাফী। এছাড়া জাতীয় দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে, টি-টোয়েন্টির আর্মব্যান্ড মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। তবে শেষ পর্যন্ত রিয়াদকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ঢাকা।

ফ্রাঞ্চাইজিটি এক বিবৃতিতে জানায়, আমাদের ক্যাপ্টেন কুল মাহমুদউল্লাহ রিয়াদকে গর্বের সঙ্গে উপস্থাপন করছি। তাকে আমাদের দলে পেয়ে আমরা অত্যন্ত খুশি। তার অধীনে দল জয় ছিনিয়ে আনবে।

দলটিতে আরও আছেন রুবেল হোসেন, শামসুর রহমান, মোহাম্মদ শেহজাদ, নাজিবুল্লাহ জাদরান, ইসুরু উদানারা। পঞ্চপাণ্ডবের বাকি দুইজন হলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এদের মধ্যে সাকিব আল হাসান খেলবেন বরিশালের হয়ে আর খুলনার হয়ে খেলবেন মুশফিকুর রহিম।

এক নজরে ঢাকায় যারা

মাশরাফী বিন মর্তুজা, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম, আরাফাত সানি, নাঈম শেখ, রুবেল হোসেন, ইমরানউজ্জামান, শফিউল ইসলাম, আরাফাত সানি, ফজল হক ফারুকি, জহুরুল ইসলাম, শামসুর রহমান, এবাদত হোসেন, মোহাম্মদ শেহজাদ, ইসুরু উদানা, কাইস আহমেদ, নাজিবউল্লাহ জাদরান।

এসএইচ-৩১/১৭/২২ (স্পোর্টস ডেস্ক)